Kolkata Flood Situation: ফের মৃত্যু! এবার সোনারপুরে জমা জল সরাতে গিয়ে প্রাণ গেল পুরসভার অস্থায়ী কর্মীর

Sonarpur: রাজপুর সোনারপুর পৌরসভার পুর প্রধান পল্লব দাস গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বলছেন, “ও নিজের থেকেই জল সরাতে গিয়েছিল। অনেকে নাকি ওকে বারণও করেছিল। ঘটনার পরই ওকে দ্রুত উদ্ধারও করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।”

Kolkata Flood Situation: ফের মৃত্যু! এবার সোনারপুরে জমা জল সরাতে গিয়ে প্রাণ গেল পুরসভার অস্থায়ী কর্মীর
ফের মৃত্যুImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 24, 2025 | 8:57 PM

কলকাতা: ফের মৃত্যু। জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। বেশ কিছু সময় তাঁর খোঁজও মিলছিল না। পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা তাঁর খোঁজ শুরু করলেও কোথাও তাঁর দেখা মিলছিল না। শেষে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। 

ড্রেনের নোংরা জলে শ্বাসরোধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া গোটা এলাকাতেও।

রাজপুর সোনারপুর পৌরসভার পুর প্রধান পল্লব দাস গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বলছেন, “ও নিজের থেকেই জল সরাতে গিয়েছিল। অনেকে নাকি ওকে বারণও করেছিল। ঘটনার পরই ওকে দ্রুত উদ্ধারও করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমরা ওদের পরিবারের পাশে আছি। সরকারিভাবে আর্থিক সাহায্যও করা হবে। জেলাশাসকের সঙ্গেও আমার কথা হয়েছে। আগামীতেও আমরা ওর পরিবারের পাশে থাকব।”  

এদিকে পুজোর মুখে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে কলকাতা। নেতাজিনগর থেকে কালিকাপুর, বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর, একাধিক জায়গায় ঘটেছে মর্মান্তিক ঘটনা। জল-বিদ্যুৎ কেড়েছে ৯ প্রাণ। পুজোর আবহে শোকের ছায়া শহরে। ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিতেন্দ্র সিংয়ের বাড়িতেও যেতে দেখা যায় মেয়র ফিরহাদ হাকিমকে। পাশে থাকার আশ্বাস দেন।