কলকাতা: রবীন্দ্রনগরে তোলাবাজিকে কেন্দ্র করে রণক্ষেত্র গোটা এলাকা। ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ তোলাবাজদের দুই দলের বিরুদ্ধে। দুই শিবিরের লোকজনই এলাকায় তৃণমূলের লোকজন বলে খবর। মহেশতলা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে একটি মাঠ রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা মাঠটি নিজেদের নানা প্রয়োজনে ব্যবহার করে। অভিযোগ, মাঠে কেউ কিছু রাখলেই তাঁদের থেকে টাকা চায় এলাকার কিছু যুবক। টাকা দিতে না চাইলে চলে জোর-জুলুম। যা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিলই।
সূত্রের খবর, এরইমধ্যে পাপ্পু নামে এক ব্যক্তির ছেলেরা গতকাল ওই মাঠে বালি ফেলতে যায়। তখনই ঝামেলা শুরু হয়। অভিযোগ, পাপ্পু ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ির উপরে হামলা করে একদল যুবক। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। তার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
শুরু হয়ে যায় ইট বৃষ্টি। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চারটি বোমা ছোড়া হয়েছে। তিন রাউন্ড গুলি চলে। তাঁরা এও জানাচ্ছেন, মূল ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সকালেও নতুন করে ঝামেলা হয় দুই পক্ষের মধ্যে। সকালেও এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে সেই বোমা উদ্ধার করে।