West Bengal Weather: মরসুমের শীতলতম দিন! ৬ ডিসেম্বরের পর রেকর্ড ঠান্ডা বাংলায়, ২৫ ডিসেম্বর থেকে আরও বাড়বে কাঁপুনি?

Winter in Kolkata: রবিবার ঘন কুয়াশার সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটারেও নেমে আসতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

West Bengal Weather: মরসুমের শীতলতম দিন! ৬ ডিসেম্বরের পর রেকর্ড ঠান্ডা বাংলায়, ২৫ ডিসেম্বর থেকে আরও বাড়বে কাঁপুনি?
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 21, 2025 | 10:54 AM

কলকাতা: কুয়াশার হাত ধরে মরশুমের শীতলতম ভোর কলকাতায়। ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদ। এর আগে ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস এ নেমেছিল কলকাতার পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের পর এই নিয়ে টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার ঘেরাটোপে বাংলা। রোদ না ওঠায় রবিবারও দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বেলা বাড়লেও দৃশ্যমানতা তলানিতে। ঘন কুয়াশার নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝারই হাত রয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর। ঝঞ্ঝার জেরে সকাল থেকেই তুষারপাত লাদাখে। এদিন সকালের কার্গিলে ইতিমধ্যেই ২-৩ ইঞ্চি তুষারপাত হয়েছে।  

অন্যদিকে সকাল থেকেই কুয়াশা চাদরে ঢাকা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। তবে বিমান চলাচলের ওপর তেমন প্রভাব নেই। অত্যাধুনিক প্রযুক্তিগত আলোর ব্যবহার করে বিমান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা সকাল আটটায় ছিল ৬০০ মিটারের আশপাশে। মূল রানওয়ের দৃশ্যমানতা ১০০০ মিটার। 

কুয়াশার পরিমাণ বাড়ছে বাংলার পশ্চিমের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও একই অবস্থা। সকাল থেকে মেঘে ঢাকা বাঁকুড়ার আকাশ। সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা উত্তুরে বাতাস। আবহাওয়া দফতর বলছে কলকাতার পাশাপাশি আশপাশের জেলাগুলিতে ২৫ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও একটু নামতে পারে। 

রবিবার ঘন কুয়াশার সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটারেও নেমে আসতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। তাপমাত্রাও মোটের উপর একই থাকবে। 

উত্তরবঙ্গে এদিন ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবারেও এই দুই জেলায় একই ছবি দেখা যেতে পারে। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।