Winter in Kolkata: তৃণমূল জমানায় শীতলতম বর্ষশেষ দেখল মহানগর

Winter in West Bengal: ২০১৯ সালেও ১১ ডিগ্রির পারা ছুঁয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। সেবার রেকর্ড হয়েছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০২ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

Winter in Kolkata: তৃণমূল জমানায় শীতলতম বর্ষশেষ দেখল মহানগর
প্রতীকী ছবি Image Credit source: ChatGPT

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 9:43 AM

কলকাতা: বর্ষশেষে জাঁকিয়ে শীতের রেকর্ড কলকাতায়। কুয়াশা কাটতেই হুড়মুড়িয়ে নামল রাতের তাপমাত্রা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শুধু এই মরশুমের শীতলতম দিনের রেকর্ডই করল না, ৭ বছরে ডিসেম্বরের শীতলতম দিন হিসাবে উঠে এল কলকাতায়। ১১ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদ। গত ১০ বছরের পরিসংখ্যান বলছে এর আগে ২০১৬ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৭ সালে রেকর্ড ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। 

২০১৯ সালেও ১১ ডিগ্রির পারা ছুঁয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। সেবার রেকর্ড হয়েছিল ১১.১ ডিগ্রি  সেলসিয়াস। ২০২ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। আর এবার ২০২৫ সালে এখনও পর্যন্ত শীতলতম দিন করে ফেলল ১১ ডিগ্রির রেকর্ড। 

একইসঙ্গে হয়ে গেল আরও এক নতুন রেকর্ড। কলকাতা দেখল ‘শীতল’ বর্ষশেষ। গত বছর উষ্ণ বর্ষশেষে ৩১ ডিসেম্বর পারদ ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এবার ২ দশকের ‘শীতলতম বর্ষশেষ’ মহানগরে। এর আগে ২০০৭ সালে পারদ নেমেছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। ২০১২ ও ২০১৯ সালে নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। 

তবে এই দফায় শীতের কামড় আর বাড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাময়িক ভাবে কমবে ঠান্ডা। ৫ জানুয়ারির পর আবার স্বমেজাজে ফিরবে শীত।