C V Ananda Bose: বেআইনিভাবে বড় গাছ কেটে ফেলার অভিযোগ, খতিয়ে দেখতে বালিগঞ্জে পৌঁছলেন রাজ্যপাল

Governor C V Ananda Bose: রাজ্যের বিভিন্ন ইস্যুতে সি ভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। রাজভবন-নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বোস।

C V Ananda Bose: বেআইনিভাবে বড় গাছ কেটে ফেলার অভিযোগ, খতিয়ে দেখতে বালিগঞ্জে পৌঁছলেন রাজ্যপাল
বালিগঞ্জে রাজ্যপাল Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2023 | 12:42 PM

কলকাতা: আবারও ‘অ্যাকশন’ মুডে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। অভিযোগ, বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল। খবর পেয়েই সেখানে পৌঁছলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। কনভয় নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছলেন তিনি।

রাজ্যের বিভিন্ন ইস্যুতে সি ভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। রাজভবন-নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বোস। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত, প্রমোটিং হচ্ছে সেখানে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গাছ কাটা হয়েছে। এবার শিক্ষাদফতরের বাইরে বেরিয়ে রাজ্যপালকে গাছ কেটে ফেলার প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, পিপুল গাছের স্মরণে রাজভবনে একশোটি পিপুল চারা রোপণ করবেন রাজ্যপাল বোস।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ চলছে। এই পরিস্থিতিতে আজকের ঘটনা আবার নতুন করে বিতর্ক তৈরি করবে কি না তা ভবিষ্যত বলবে। কারণ বেআইনি ভাবে গাছকাটা, প্রোমোটিং এই সবই পৌরসভার তত্ত্বাবধানে থাকে। এবার শিক্ষাদফতরের বাইরে গিয়ে পৌরসভার বিষয়েও সাংবিধানিক প্রধানের হস্তক্ষেপ রাজনীতিতে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে তা বলাবাহুল্য।