Israel and Lebanon Conflict: ইজরায়েল-লেবানন যেন শুন্ডী আর হাল্লা রাজা! গুপী-বাঘা নেই বলে যুদ্ধ যুদ্ধ ‘খেলছে’ সাত দশক ধরে?

Israel and Lebanon Conflict: সাত দশক আগে শত্রুতার সূত্রপাত। সেই শত্রুতা আজ 'বার্ধক্যে' পৌঁছে গেলেও তার তেজ কমেনি। লেবাননে হিজবুল্লা গোষ্ঠীর ঘাঁটিগুলি শেষ করতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল। চলছে গোলাবর্ষণ। বিমান হামলায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষেরও। কেন এই লড়াই? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

Israel and Lebanon Conflict: ইজরায়েল-লেবানন যেন শুন্ডী আর হাল্লা রাজা! গুপী-বাঘা নেই বলে যুদ্ধ যুদ্ধ খেলছে সাত দশক ধরে?
লড়াই থামবে কবে?

Oct 07, 2024 | 3:11 PM

ঘুমোতে যাওয়ার সময় বোমার আওয়াজ। আবার বোমার আওয়াজেই ভাঙে ঘুম। বলছিলেন দক্ষিণ লেবাননের জাওতারের এক মহিলা। চোখে-মুখে কিছুটা আতঙ্ক। তাঁর বাড়ি সুরক্ষিত থাকবে তো? এই চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে ওয়াফা ইসমাইল নামে বছর ষাটের ওই মহিলাকে। শুধু তিনি একা নন। তাঁর মতো হাজার হাজার সাধারণ নাগরিকের একই চিন্তা। দক্ষিণ লেবাননে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। লক্ষ্য হিজবুল্লা ঘাঁটিগুলি। পশ্চিম এশিয়ার দুই প্রতিবেশী দেশ ইজরায়েল ও লেবানন। তাদের এই শত্রুতা দীর্ঘদিনের। আবার ইরানও ইজরায়েলের উপর হামলা শুরু করেছে। সবমিলিয়ে পশ্চিম এশিয়ার আকাশে বারুদের গন্ধ। ঘনিয়েছে যুদ্ধের মেঘ। কেন এই যুদ্ধ পরিস্থিতি? পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে কীভাবে? শত্রুতার সূত্রপাত- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন