কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগ। বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল। ভাঙচুর। আহত এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, কয়েকদিন আগে বছর ৩৫ এর সাদাব আহমেদ নামে এক যুবককে লেনিন সরণীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রিবেলা হাসপাতালের তরফে পরিবারের কাছে ফোনে জানানো হয় সাদাবের অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও টাকা। এরপর মঙ্গলবার সকালে জানানো হয় ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, হাসপাতালে যথাযথ চিকিৎসা হয়নি। এরপর আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বেসরকারি হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় মৃতের আত্মীয় পরিজন।
অভিযোগ, কর্তব্যরত নিরাপত্তারক্ষীরেও ধাক্কা মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ডিসি সেন্ট্রাল নিজে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দফায়-দফায় তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়পরিজন ও প্রতিবেশীরা। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি মৃতের পরিবারের তরফে। অপরদিকে, চিকিৎসার গাফিলতির অভিযোগের ভিত্তিতে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। মৃতের এক পরিজন বলেন, “আমাদের কাছে প্রথমে ৪০ হাজার টাকা চাওয়া হয়। আমরা তাই দিয়ে দিই। এরপর রাত্রিবেলা আরও চল্লিশ হাজার টাকা চাওয়া হয়। এরপর আজ শুনি রোগী মারা গিয়েছে।”