কলকাতা: গাড়ি চুরি রুখতে গিয়ে প্রাণ গেল মালিকের। মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিটের রাজস্থান গেস্ট হাউসের সামনে ঘটনা। মৃতের নাম মহম্মদ ফিরোজ (৫২)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ‘চোরের’ নাম জাভেদ আহমেদ (২৯)। ঘটনায় মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের গাড়ি ধুচ্ছিলেন ফিরোজ। সেই সময় গাড়ির চাবি লাগানো ছিল গাড়িতেই। হঠাৎ করেই এক যুবক ফিরোজের ট্যাক্সিতে উঠে বসে স্টার্ট করে পালানোর চেষ্টা করে। সেই সময় পাশের কল থেকে গাড়ি ধোয়ার জন্য জল ভরছিলেন ফিরোজ। আচমকাই গাড়ি স্টার্ট হতে ঘুরে তাকান তিনি। ‘চোর-চোর’ বলে চিৎকার জুড়ে দেন। ছুটে আসেন আশপাশের লোকজন।
এরপর ফিরোজ চালকের আসনের খোলা জানালা দিয়ে হাত ঢুকিয়ে স্টিয়ারিং ডানদিকে ঘুরিয়ে দেন যাতে চোর গাড়ি নিয়ে পালাতে না পারে। সেই সময় অভিযুক্ত যুবক নিয়ন্ত্রণ হারায়। গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশের লাইট পোস্টে। গাড়ি আর পোস্টের মাঝে পড়ে ডানদিকে গুরুতর আঘাত পান ফিরোজ। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এরপর এলাকার লোকজন অভিযুক্তকে পাকড়াও করে জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জাভেদ আহমেদ (২৯)। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি শুনলাম ড্রাইভার মবিল বদলাচ্ছিল। সেই সময় এক চোর এসে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। গাড়ি মালিক বাধা দিতে গেলে আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।”