Vegetables Price Hike: ট্রিপল সেঞ্চুরি লঙ্কার, দেড়শোয় ‘নট আউট’ টমেটো, সোমে মাঠে নামছে ‘অ্যাম্পায়ার’ টাস্ক ফোর্স

Soma Das | Edited By: সঞ্জয় পাইকার

Jul 02, 2023 | 5:21 PM

Vegetables Price Hike: বর্তমানে সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আদার দাম। জুনের শুরুতে যা ২০০ থেকে আড়াইশো টাকার আশপাশে ঘোরাফেরা করলেও বর্তমানে তা ৩০০ ছাড়িয়ে যাচ্ছে।

Vegetables Price Hike: ট্রিপল সেঞ্চুরি লঙ্কার, দেড়শোয় নট আউট টমেটো, সোমে মাঠে নামছে অ্যাম্পায়ার টাস্ক ফোর্স
দামের তাপে হাত পুড়ছে মধ্যবিত্তের
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ১০ দিন আগে যে সবজি (Vegetables Price Hike) প্রতি কেজি ৩০ টাকায় পাওয়া গিয়েছে তা বর্তমানে ১০০ ছুঁইছুঁই। তাতেই চরম বিপাকে মধ্যবিত্ত। বাজারে বেরোলেই পকেটে ছ্যাঁকা। মাছ-মাংসের দামেও পুড়ছে হাত। কমে কমবে দাম? উত্তর খুঁজছে আমজনতা। এরইমধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সোমবারই ময়দানে নামছে টাস্ক ফোর্স। শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠকে বসেছিলেন টাস্ক ফোর্সের (Task Force) কর্তারা। তারপরই নেওয়া হয় ময়দানে নামার সিদ্ধান্ত। 

টাস্ক ফোর্সের এক সদস্য বলছেন, “এবারে তো মারাত্মক গরম পড়েছিল। তারফলেই সবজির জোগান এবারে অনেকটাই কমে যায়। গাছ অনেক মরে গিয়েছে। তারজন্যই এই অবস্থা। আগামী দিন পনেরোর মধ্যে এই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে বলে আমরা আশা করছি। সোমবার থেকে প্রতিটা বাজারে শুরু হবে নজরদারি। আমাদের টিম সব বাজারেই ঘুরবে।”

এদিকে বর্তমানে সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আদার দাম। জুনের শুরুতে যা ২০০ থেকে আড়াইশো টাকার আশেপাশে ঘোরাফেরা করলেও বর্তমানে তা ৩০০ ছাড়িয়ে যাচ্ছে। তবে স্বস্তি দিচ্ছে না লঙ্কা, ক্যাপসিকাম, বরবটি, বেগুনের মতো সবজিগুলিও। অগ্নিমূল্য প্রায় সব সবজিই। কলকাতার বাজারে বাজারে ঘুরলেই স্পষ্ট হয়ে যাচ্ছে ছবিটা। মানিকতলা বাজারে লঙ্কা কেজি প্রতি বিকোচ্ছে ৩০০ টাকায়। গড়িয়াহাট বাজারে লঙ্কার দাম আবার ৪০০ টাকা। পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা প্রতি কেজি। করলাও হাঁকিয়েছে সেঞ্চুরি। ঢ্যাঁড়শ সেখানে ৮০ থেকে ১০০ টাকার আশপাশে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। জুনের শুরু থেকে বর্তমান সময়ের ব্যবধানে দাম বেড়েছে প্রায় তিনগুণ।     

Next Article