কলকাতা: সতর্কতা ছিলই। আগামী কয়েক ঘণ্টায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে আবহাওয়া দফতর (Weather Department)। হাওয়া অফিস বলছে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়ায় জারি কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে রাজস্থান থেকে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে বর্ষা। কিন্তু বাংলার বরাতে আরও বৃষ্টির কথাই বলছেন হাওয়া অফিসের লোকজন। নতুন নিম্নচাপেই পুজোর আগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার আবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ওইদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদেও। উদ্বেগ বাড়িয়ে ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ডেও। তবে বেশি বৃষ্টি হলে ফের জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিভিসি। নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও। জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার ও মঙ্গলবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।