কলকাতা: বদলে যেতে চলেছে নিয়োগ দুর্নীতি তদন্তের ভরকেন্দ্র। ঠিকানা বদল হতে চলেছে সিবিআই দফতরের। সরে যেতে চলেছে মোমিনপুর স্কোয়ারের একটা বাড়িতে। সূত্রের খবর, সল্টলেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস কমপ্লেক্স বা সিজিও কমপ্লেক্স (CGO Complex) এবং নিজাম প্যালেসে ছড়িয়ে থাকা সিবিআইয়ের বিভিন্ন দফতরকে দীর্ঘদিন ধরেই এক ছাদের তলায় আনার চেষ্টা করছে সিবিআইয়ের দিল্লি সদর দফতর। সল্টলেকে CGO কমপ্লেক্সে ‘A’, ‘B’ এবং ‘D’ উইং-এ ছড়িয়ে রয়েছে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখা এবং অর্থনৈতিক অপরাধ দমন শাখার দফতর। সারদা, রোজভ্যালি, টাওয়ার গ্রুপ-সহ রাজ্যের একগুচ্ছ চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই CGO কমপ্লেক্স থেকে। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তও এখান থেকেই হচ্ছে।
অন্যদিকে নিজাম প্যালেসে সিবিআইয়ের ACB বা দুর্নীতি দমন শাখার অফিস। সেখান থেকে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় হাই প্রোফাইল মামলাগুলির তদন্ত পরিচালিত হচ্ছে। কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত করছে ACB। সেই সমস্ত দফতরকে এক ছাদের তলায় নিয়ে যেতে মোমিনপুর স্কোয়ারে ভারত সঞ্চার নিগম লিমিটেডের একটি ১০ তলা বাড়িতে ঠিকানা বদল করতে চান সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা।
চলতি বছর মার্চ মাসের মধ্যে মোমিনপুর স্কোয়ারের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। তবে বেশ কিছু সমস্যার জন্য বাস্তবে সেটা সম্ভব হয়নি। দু’ সপ্তাহ আগে সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা অজয় ভাটনগর কলকাতায় এসেছিলেন। সেই সময়ও তিনি এ বিষয়ে খোঁজ খবর নেন। সূত্রের খবর, মোমিনপুর স্কোয়ারের বাড়িটি আদৌ পছন্দ নয় সিবিআই আধিকারিকদের একটা বড় অংশের। প্রথম কারণ, নিজাম প্যালেস বা CGO কমপ্লেক্সের মতো এতটা খোলামেলা জায়গা নেই সেখানে। ঘিঞ্জি এলাকা।
দ্বিতীয়ত, CGO বা নিজাম প্যালেসে গাড়ি পার্ক করার অনেক জায়গা। সেই অনুপাতে নতুন বাড়িতে সেই জায়গা খুব কম। সেই সঙ্গে বাড়িটাও নতুন নয়। পুরনো বাড়ি। তাই শুরু থেকেই গড়িমসি চলছিল সিবিআইয়ের অন্দরে। NIA যে রকম নিউটাউনে নতুন ভবনে গিয়েছে, সেরকম বাড়ির খোঁজ চাইছিল সিবিআইও। যেখানে পর্যাপ্ত জায়গা থাকবে, সেই সঙ্গে থাকবে নিরাপত্তা। কারণ সিবিআই দফতর মানেই সেখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং আধিকারিকদের থাকা খাওয়ার ব্যবস্থাও রাখতে হবে।
কিন্তু সেরকম কোনও নিজস্ব বাড়ির ব্যবস্থা না করতে পারায় শেষ পর্যন্ত মোমিনপুর স্কোয়ারের বাড়িতেই উঠে যেতে হবে সিবিআইকে। সূত্রের খবর, ধাপে ধাপে দফতর সরানোর কাজ হবে। প্রথম দফায় CGO থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যাওয়ার কথা। তারপরেই শিফট করার কথা নিজাম প্যালেস থেকে ACB-এর সব বিভাগ। কিন্তু যখন গরু, কয়লা এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত একদম তুঙ্গে সেই সময় বাড়ি বদল করলে তদন্ত বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কাও রয়েছে।
সিবিআইয়ের দফতর অন্যত্র উঠে গেলে কেন্দ্রীয় সরকারের অন্য কিছু দফতর চলে আসবে নিজাম প্যালেস এবং CGO কমপ্লেক্সে। তবে সিবিআই দফতর অন্যত্র উঠে যাওয়ার খবরে স্বস্তি CPWD দফতরে। নিজাম প্যালেস এবং CGO কমপ্লেক্স দুই জায়গাতেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে CPWD। তাদের আধিকারিকদের একাংশের অভিযোগ, রক্ষণাবেক্ষণের পিছনে খরচ অনেক। সিবিআই মোটেও খরচ করতে চায় না। অন্য সরকারি দফতর প্রয়োজনীয় খরচ দিলেও সিবিআইয়ের কাছ থেকে টাকা আদায় করা কঠিন। রক্ষণাবেক্ষণ যে একটা বড় সমস্যা হবে নতুন বাড়িতে সেটা জানেন সিবিআই আধিকারিকরা। কারণ নতুন বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য সেখানে CPWD থাকবে না।