DVC: ‘রাজ্যকে আগে থেকেই জানানো হয়েছিল’, ফের ৫৫ হাজার কিউসেক জল ছেড়ে বলছে DVC

DVC: ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর-বরাকরে। বৃষ্টির জেরে মাইথন-পাঞ্চেত থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে। ফলে নিম্ন দামোদর ও মুণ্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা। যদিও ডিভিসি বলছে, রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই জল ছাড়া হয়েছে।

DVC: ‘রাজ্যকে আগে থেকেই জানানো হয়েছিল’, ফের ৫৫ হাজার কিউসেক জল ছেড়ে বলছে DVC
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 20, 2025 | 4:30 PM

কলকাতা: উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াল ডিভিসি। দুপুর থেকে ৫৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার জন্য কমলা সতর্কতা জারি ডিভিসির। শুধু মাইথন এবং পাঞ্চেত থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপর দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। 

ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর-বরাকরে। বৃষ্টির জেরে মাইথন-পাঞ্চেত থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে। ফলে নিম্ন দামোদর ও মুণ্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা। যদিও ডিভিসি বলছে, রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই জল ছাড়া হয়েছে। কোনরকম বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। রাজ্য সরকারকে আগে থেকেই জানানো হয়েছিল কত পরিমাণ জল ছাড়া হবে। সেই মতোই জল ছাড়া হয়েছে। অন্যদিকে এদিনই দুর্গাপুর ব্যারাজ পরিদর্শনে এসেছিসেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। দুর্গাপুর ব্যারাজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। তাঁর দাবি, দুর্গাপুর ব্যারাজের লকগেট মেরামতির জন্য ২০১৫ সাল থেকে কেন্দ্রের কাছে কোন সহযোগিতা পাওয়া যায়নি। ১২ বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কেন্দ্র সরকারের কাছে পলি উত্তোলনের জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু কোনও সহযোগিতা মেলেনি।  

এদিকে আবহাওয়া দফতর বলছে, শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কমলেও ২৩-২৪ তারিখ থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। ২৫ তারিখ বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। এছাড়াও পশ্চিম জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে হাওড়া-হুগলিতে। ফলে উদ্বেগ আরও বাড়ছে।