
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে চুরির অভিযোগ। মহিলাদের হস্টেল থেকে ল্যাপটপ-ফোন চুরির অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব TMCP। অভিযুক্তের গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি হস্টেল সুপারের দিকে আঙুল তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।
ঘটনাটি ঘটেছে রবিবার। ছুটির দিন, হস্টেল ফাঁকা ছিল। গরমের জন্য বারান্দার দরজা খুলে নিজের হস্টেলের রুমে ঘুমোচ্ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী। অভিযোগ, তখনই রেলিং টপকে এক ব্যক্তি ভিতরে প্রবেশ করে। তারপর পড়ুয়ার মোবাইল-টাকা চুরি করে পালিয়ে যায়। ঘরের ভিতর আওয়াজে ওই পড়ুয়া জেগে যান। আর তারপর দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়।
সায়ন্তনী বলেন, “আমি খুবই আতঙ্কিত। এতদিন ধরে এখানে রয়েছি। কখনও এমন দেখিনি। আজ চুরি হয়েছে। কাল তো অন্য কিছুও হতে পারত আমার সঙ্গে।” এরপর তিনি ক্ষোভ উগরে দেন হস্টেলের সুপারের দিকে। পরিষ্কার বলেন, “আমি ওঁকে বললাম যে আমার সঙ্গে চলুন থানায় অভিযোগ করি। উনি তখন গেলেন না। বললেন একাই চলে যাও। এখন যখন বাড়াবাড়ি দেখছেন তখন অন্য কথা বলছেন।” তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা বলেন, “এই ঘটনা প্রথম হল। এটা ঠিক নয়। আমরা সবাই মিলে গিয়ে থানায় এফআইআর জানাব।” যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুপার ছায়ারানি মুর্মু। তিনি বলেন, “আমি তো জানতে চাইলাম চোর কোথায়? ও বলল চোর পালিয়ে গেছে। আমি সিকিউরিটি দাদাকে নিয়ে সবটা ঘুরে দেখলাম। এরপর আমরা নিজেরা সকালে পুলিশে যাই। রাতে ঘটেছে ঠিকই। তবে আমার কাছে থানার নম্বর ছিল না।”