Winter 2026: কলকাতায় ৯ ডিগ্রিতেই কাঁপুনি থামবে না, আগামী ৪ দিন তৈরি থাকুন, জারি সতর্কতা

Weather Update: শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি। বীরভূমে ৩ দিন, পূর্ব বর্ধমানে ২ দিন শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। রাজ্যের একাধিক জেলায় 'শীতল দিন'-এর সতর্কতা। 

Winter 2026: কলকাতায় ৯ ডিগ্রিতেই কাঁপুনি থামবে না, আগামী ৪ দিন তৈরি থাকুন, জারি সতর্কতা
আবহাওয়া দফতরের পূর্বাভাসImage Credit source: Getty Image

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2026 | 5:09 PM

কলকাতা: আজ, মঙ্গলবার কলকাতায় যতটা পারদ পতন হল. তা গত ১৫ বছরে জানুয়ারি মাসে হয়নি। সর্বকালীন রেকর্ড! আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।কনকনে ঠান্ডা, আর উত্তরে হাওয়ার দাপট,  সমতলেই এখন পাহাড়ের অনুভূতি! জবুথবু অবস্থা, যেন ঠান্ডায় জমে গিয়েছেন সকলে।  আবহাওয়াবিদরাই বলছেন, ২০২৩ সালে ডিসেম্বর একবার ১১ নীচে নেমেছিল তাপমাত্রা, ২০১২ সালের ডিসেম্বরে ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডও ভেঙে ছিল। ১৯৬৫ সালে একবার কলকাতার তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  কনকনে শীত আরও অন্তত ৪ দিন থাকবে।

শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি। বীরভূমে ৩ দিন, পূর্ব বর্ধমানে ২ দিন শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। রাজ্যের একাধিক জেলায় ‘শীতল দিন’-এর সতর্কতা।  সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫-৬ ডিগ্রি নীচে থাকবে।  ৪ দিন পর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে।

বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে।

কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমানে। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি শীতল দিন-এর সতর্কতা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে,  বীরভূম। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শীতল দিনের হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।