কলকাতা: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল দিনকয়েক আগেই। শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকেই গ্রেফতার করা হয়েছিল পাঁচজনকে। তাঁদের শিক্ষাগত যোগ্যতা কার্যত অবাক করেছিল গোয়েন্দাদের। প্রশ্ন ওঠে, ইঞ্জিনিয়ার কিংবা এমএ পাশ করা ছাত্ররা হঠাৎ বন্দুক হাতে কলকাতায় হাজির হয়েছেন কেন? সেই উত্তর জানতে গিয়ে চোথ কপালে পুলিশকর্তাদের।
বিদেশি অস্ত্র পর্যন্ত ছিল ওই পাঁচজনের কাছে। তাঁরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানতে পারে কলকাতা পুলিশ। এরপর উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করায় আরও অনেক তথ্য আসে কলকাতা পুলিশের হাতে। জানা যায়, ওই উচ্চশিক্ষিত যুবকদের পুরনো অপরাধের রেকর্ডও রয়েছে।
প্রথমটায় পুলিশ জানতে পারে, কলকাতা শহরে এসে প্রচুর টাকা উপার্জন করার পরিকল্পনা ছিল ওই পাঁচ যুবকের। পুলিশের কাছে এ কথাই বলে ওই যুবকেরা। তবে, পুলিশের সন্দেহ ছিল যে টাকা উপার্জন করে আরও বড় কিছু করার ছক ছিল ধৃতদের। তা না হলে, তাঁদের হাতে বিদেশি অস্ত্র থাকবে কেন!
ক্রমশ উঠে আসছে একের পর এক তথ্য। আর এবার পুলিশ জানতে পেরেছে বড়বাজারে ডাকাতির ছক ছিল ওই পাঁচজনের। পুলিশ সূত্রে খবর, পাঁচ যুবকের টার্গেট ছিল বড়বাজার। বড়সড় লুঠের পরিকল্পনা ছিল তাদের। পুলিশ জেরায় জানতে পেরেছে, বড়বাজারের এক ব্য়বসায়ীক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের লেনদেন হওয়ার কথা ছিল। একেবারে পাকা খবর ছিল ধৃতদের কাছে। সেই খবর পেয়েই নাকি তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কলকাতায়। উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনার শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছে কলকাতা পুলিশ।