Weather Update: একজনের খেলা শেষ হতে না হতেই আর একজনের জন্ম! উত্তাল বঙ্গোপসাগর, ফের প্রবল দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়

Weather Update: আবহাওয়া দফতর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর। রবিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হবে কলকাতাতেও।

Weather Update: একজনের খেলা শেষ হতে না হতেই আর একজনের জন্ম! উত্তাল বঙ্গোপসাগর, ফের প্রবল দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়
প্রতীকী ছবিImage Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 29, 2025 | 11:45 AM

সৌভিক সরকার ও কমলেশ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: প্লাবন কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। উপকূলে জন্ম নিয়েছে আরও এক নিম্নচাপ। তার জেরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। উপকূল ও পশ্চিমাঞ্চলে জারি কমলা সতর্কতা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি যে নতুন করে বেশ ভালই ভিজবে তা বলার অপেক্ষা রাখে না। 

বঙ্গে বর্ষা প্রবেশ করতে করতেই সঙ্গে এনেছিল নিম্নচাপ। আর দুইয়ে মিলে জুনের মাঝামাঝি থেকেই ভাল বর্ষণের সাক্ষী থেকে বাংলা। চাপের মুখে জল ছেড়েছে ডিভিসি। প্লাবনের মেঘ দেখা গিয়েছে জেলায় জেলায়। যা নিয়ে নতুন রাজ্য-ডিভিসি সংঘাতও তীব্র হয়েছে। এমতাবস্থায়, এবার ফের ডিভিসি জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। 

৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে সাগরে। সে কারণেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। রবিবার থেকেই মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আবহাওয়া দফতর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর। রবিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হবে কলকাতাতেও। বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে কলকাতার তাপমান খুব একটা বাড়েনি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৮.৬ মিলিমিটার।