Corona Update: ভোটের আবহে কলকাতায় এক সপ্তাহে তিনগুণ লাফ করোনার

সৌরভ পাল

|

Updated on: Apr 02, 2021 | 6:40 PM

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ। স্বাস্থ্যদপ্তরের নজরে রাজ্যের প্রায় ১০ জেলা।

ভোটের বাংলায় এক সপ্তাহে তিনগুণ বাড়ল করোনা (Corona)। মহামারীর বাড়বাড়ন্তে কলকাতায় সংক্রামিতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০। পাশাপাশি নদীয়া, বীরভূম, হুগলী, হাওড়া সহ প্রায় ১০টি জেলা রয়েছে লাল সতর্কতার আওতায়। এই বিপুল পরিমাণ রোগীর শয্যাব্যবস্থা কীভাবে হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 02, 2021 06:40 PM