
কলকাতা: ফের শহর কলকাতায় ভেঙে পড়ল বাড়ি। মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টির মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনাটি মুচিপাড়ায় ঘটলেও, একই সঙ্গে এদিন শহরের জানবাজার, নারকেলডাঙাতেও বাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর সামনে এসেছে। অর্থাৎ একই দিনে কলকাতায় তিন-তিনটে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার ৭ রাজকুমার বসু এই পুরনো বাড়িটি ভেঙে পড়েছে। এ দিন দুপুর তিনটে নাগাদ যে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল সেই সময় বাড়ির দোতলার একটি বারান্দা সহ বড় অংশ পাশের যে রাস্তা রয়েছে তার উপর ভেঙে পড়ে। রাস্তার পাশে সেই সময় একটি ম্যাটাডোর দাঁড়িয়েছিল। সেই সময় গাড়ির উপরও ওই বাড়ির অংশ ভেঙে পড়ে। তার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক সপ্তাহ যাবত বাড়িটি ভেঙে পড়ার কাজ চলছিল। প্রোমোটিংয়ের জন্য বাড়ি ভাঙার কাজ শুরু হয়। তখনই এমন ঘটনা।
উল্লেখ্য, এর আগে বাঘাযতীনে বাড়ির একাংশ হেলে পড়ে। একই সঙ্গে ট্যাংরাতেও একটি বহুতল হেলে পড়ে। শুধু কলকাতা নয়, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকেও একই ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। আর এরই মধ্যে একই দিনে তিনটি বাড়ি ভাঙার ঘটনা প্রকাশ্যে এল।