কলকাতা: নিত্যদিনের মতোই অফিস, স্কুলের যাওয়ার জন্য বেরিয়েছেন অনেকে। বাস-ট্রেন-ট্যাক্সি (Bus-Train-Taxi) ধরে রওনা দিয়েছেন তাঁরা। কিন্তু সকাল-সকালই দুর্ঘটনার খবর এল ডালহৌসি (Thakurpukur) থেকে। তবে বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা।
সূত্রের খবর, ঠাকুরপুকুর-শিয়ালদহ রুটের একটি বাস দ্রুত গতিতে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্যারিকেডে। নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি ধাক্কা মারে সেখানে। এ দিকে, মেট্রোরেলে কাজ চলায় সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কর্মী। তবে বাসটি ধাক্কা মারায় জোরে আওয়াজ হয় সেখানে। সঙ্গে-সঙ্গে পালিয়ে যান তাঁরা।
তবে তিনজন কর্মী পালাতে পারেননি। ফলে বাসের ধাক্কায় ওই তিনজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। দ্রুত এলাকায় উপস্থিত হন পুলিশ কর্মীরা। তাঁরা নিরাপদে বাস যাত্রীদের নামিয়ে আনেন সেখান থেকে। তবে পলাতক সরকারি বাসের চালক। এখনও আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।