
সৌরভ গুহ ও দেবব্রত সরকারের রিপোর্ট
কলকাতা: কার জাতীয়তাবোধ কতটা বেশি? অপারেশন সিঁদুরকে সামনে রেখে যেন সেটাই প্রমাণ দিতে নেমেছে রাজ্যের শাসক-বিরোধীরা, মত একাংশের। শনিবার ও রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তিরঙ্গা মিছিলের ঘোষণা করে রাজ্যের শাসকদল তৃণমূল। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে সেনার সাফল্য়ের কথা তুলে উদযাপনের ঘোষণা করেছিলেন। সেই সূত্র ধরে আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হয়ে গেল জাতীয়াবাদী মিছিল পর্ব।
এদিন রাজ্যের প্রান্তিক এলাকা থেকে শহর কলকাতা, সর্বত্রই দেখা গেল তৃণমূলের তিরঙ্গা মিছিল। অবশ্য, শাসকদলের তরফে জানানো হয়েছিল, শুধুই নিজেদের রাজ্য নয়। দুই পড়শি রাজ্য অসম, ওড়িশা এবং উপকূল রাজ্য় গোয়াতেও তিরঙ্গা মিছিলের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ওয়াকিবহাল মহলের দাবি, অপারেশন সিঁদুর বিজেপি সরকার মস্তিষ্ক প্রসূত হলেও, তাদের বিরুদ্ধে কোনও রকম বিরোধিতার পথে নামছে না তৃণমূল। রাজনৈতিক বিরোধিতা রয়েছে। কিন্তু প্রসঙ্গ যখন সেনার, সেখানে জাতীয়তাবাদ ও দেশপ্রেমই হয়ে উঠছে সর্বপরী। তবে ঘুরপথে কে, কতটা বেশি দেশপ্রেমী তা প্রমাণ করতেও ক্ষান্ত থাকছে না তৃণমূল। সেই কথাটা মাথায় রেখেই হয়তো শাসনক্ষমতার বাইরে থাকা রাজ্যগুলিতেও মিছিলের কথা ঘোষণা করেছে দল।
অন্যদিকে বিজেপি, তারা কিন্তু সাফল্য উদযাপন থেকে এক মুহূর্তও পিছিয়ে নেই। যতই হোক, কেন্দ্রীয় মন্ত্রীরা তো বারংবার নিজেদের ভাষণপর্বে স্পষ্ট করেছেন অপারেশন সিঁদুর নামটা খোদ প্রধানমন্ত্রী মোদীর দেওয়া। আর সেই অভিযানের সাফল্যকে মানুষের সামনে তুলে ধরা থেকে এক লহমাও দেরি করতে চায় না তারা।