করোনা আক্রান্ত মদন মিত্র, ভোটের আগের রাতে রিপোর্ট পজিটিভ আরেক তৃণমূল প্রার্থীর

করোনা আক্রান্ত হয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও। আগামিকালই নির্বাচন রয়েছে খড়দহে। তার কয়েক ঘণ্টা আগেই করোনা পজিটিভ রিপোর্ট আসে তাঁর।

করোনা আক্রান্ত মদন মিত্র, ভোটের আগের রাতে রিপোর্ট পজিটিভ আরেক তৃণমূল প্রার্থীর
ছবি - ফেসবুক
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 10:57 PM

কলকাতা: এ বার করোনায় আক্রান্ত হলেন মদন মিত্র। গত কয়েকদিন ধরেই শরীরটা ঠিক যাচ্ছে না তাঁর। বুধবার শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালেও ভর্তি হন তিনি। সূত্রের খবর, রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে মদন মিত্রর। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও। আগামিকালই নির্বাচন রয়েছে খড়দহে। তার কয়েক ঘণ্টা আগেই করোনা পজিটিভ রিপোর্ট আসে তাঁর।

কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। অন্যদিকে, কাজল সিনহারও সর্দি, কাশির মতো উপসর্গ দেখা গিয়েছে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। যদিও শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে খবর। তবে ভোটের আগের রাতে কাজলবাবুর রিপোর্ট পজিটিভ আসায় কীভাবে ভোট পরিচালনা হবে তা নিয়ে খানিকটা চিন্তায় শাসক শিবির।

অন্যদিকে, মদন মিত্রের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। বুধবার রাতে কিছুক্ষণ আগেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এ দিন সকালে তিনি শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসএসেকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর বুকের এক্স-রেও করা হয়। তখনও রিপোর্টেও খারাপ কিছু আসেনি। একই সঙ্গে কোভিড টেস্ট করা হয়েছিল মদনের। সেই রিপোর্ট আসে রাতে।

আরও পড়ুন: বঙ্গে করোনার রেকর্ড, প্রথমবার ১০ হাজার পেরল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত ৫৮

উল্লেখ্য, পঞ্চম দফার ভোটের দিনও শেষ লগ্নে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী। যদিও সে সময় তিনি দাবি করেন, সারাদিন জল না খাওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে গিয়ে অসুস্থ হয়েছিলেন। সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার অসুস্থ হওয়ায় এ দিন তাঁর কোভিড পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে।

আরও পড়ুন: ‘এটা কি ব্যবসা করার সময়?’ ভ্যাকসিনের দামের ফারাকে ক্ষুব্ধ মমতা, চিঠি দেবেন মোদীকে