AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: অসুস্থ মহিলাকে মারধরের অভিযোগ বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে! তীব্র উত্তেজনা দমদমে

কলকাতা: দমদমের (Dumdum) কো-অর্ডিনেটর তথা বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে এক অসুস্থ মহিলাকে মারধরের অভিযোগ। পাল্টা কো-অর্ডিনেটরও অভিযোগ করলেন তাঁর গায়ে হাত তোলা হয়েছে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শুকুর আলি মোড় এলাকায়। অভিযোগ, দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা প্রশাসক মণ্ডলীর সদস্য রিঙ্কু দে দত্তের হাতে […]

Dumdum: অসুস্থ মহিলাকে মারধরের অভিযোগ বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে! তীব্র উত্তেজনা দমদমে
আক্রান্ত মহিলা। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 5:45 PM
Share

কলকাতা: দমদমের (Dumdum) কো-অর্ডিনেটর তথা বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে এক অসুস্থ মহিলাকে মারধরের অভিযোগ। পাল্টা কো-অর্ডিনেটরও অভিযোগ করলেন তাঁর গায়ে হাত তোলা হয়েছে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শুকুর আলি মোড় এলাকায়। অভিযোগ, দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা প্রশাসক মণ্ডলীর সদস্য রিঙ্কু দে দত্তের হাতে আক্রান্ত হয়েছেন এক অসুস্থ মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা।

দমদমের শুকুর আলি মোড় এলাকা। এখানে বিদায়ী দমদমের এক কাউন্সিলর তথা প্রশাসক মণ্ডলীর সদস্যর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন সংঘমিত্রা নন্দী নামে এক মহিলা। শুধু তাঁকে নয়। তার পরিবারের সদস্য সোমনাথ লায়েক এবং দেবাংশু দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে পাল্টা অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন বিদায়ী কাউন্সিলর রিঙ্কু দে দত্ত।

জানা গিয়েছে, সংঘমিত্রা নন্দীর গ্যারাজের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। তাঁর গ্যারাজের সামনে গাড়ি রাখার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এ নিয়ে দমদম থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এর পরে শনিবার সকালে বিদায়ী কাউন্সিলর তথা প্রশাসক মণ্ডলীর সদস্য রিঙ্কু দত্ত সংঘমিত্রা দেবীর কাছে ‘তৃণমূলের গুন্ডাদের’ নিয়ে আসেন বলে অভিযোগ। মহিলার আরও অভিযোগ, তিনি প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বিদায়ী কাউন্সিলরকে পুরো বিষয়টি জানানোর পরেও তাঁদের কথায় কান দেওয়া হয়নি। শুরু হয় বেধড়ক মারধর।

এখানেই শেষ নয়, ওই কাউন্সিলরের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে পুলিশ তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে থানায় আটকে রাখেন বলে অভিযোগ।

এদিকে পাল্টা কাউন্সিলরের বক্তব্য, তাঁকে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই তিনিও দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে আক্রান্ত সংঘমিত্রার বোন সঙ্গীতার অভিযোগ গতকাল যখন এই ঘটনা ঘটে তিনি এর প্রতিবাদ করতে গেলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তার লপরে প্রশাসক মণ্ডলীর সদস্য কে বিষয়টি জানানো হলে তিনি ব্যাপারটা দেখে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরে প্রশাসক মণ্ডলীর সদস্য তাঁর সঙ্গীসাথীদের নিয়ে এদিন মারধর করলেন!

যদিও এই পুরো ঘটনায় সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ওই বিদায়ী কাউন্সিলর। তিনি দমদম থানাতে এলেও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই অটো চড়ে চলে যান। এদিকে পুরভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: BJP Protest for Farmer: সরকার বিরোধী আন্দোলনের ‘আঁতুড়ঘর’ সিঙ্গুরে এবার কৃষকদের জন্য ধর্নায় বসছে বিজেপি