কলকাতা: প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের দুই দলের গোষ্ঠী কোন্দল ঘিরে চরম উত্তেজনা। মারধরের জেরে আহত এক তৃণমূল কর্মী। একদিকে যখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বার্তা দিয়েছেন অভ্যন্তরের ঝামেলা মিটিয়ে একসঙ্গে চলতে হবে। সেই সময় খাস কলকাতায় তাও আবার প্রতিষ্ঠা দিবসের দিন এই ঝামেলা চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। একদল দুষ্কৃতী রবিবার রাতে এলাকায় এসে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর,পতাকা ছিড়ে দেয়। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ, ৯৪ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতা সাবির আলির অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছেন। পতাকা ছিড়ে দেওয়ার পাশাপাশি সঞ্জয় সাউ নামের এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে।
মহম্মদ সাবির আলী এলাকা দখলের জন্য ঝামেলা-অশান্তি চালাচ্ছে বলেই অভিযোগ ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের। গোটা ঘটনায় আহত তৃণমূল কর্মীরা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। যদিও, সাবিরের নাম মুখে বললেও লিখিত অভিযোগে তাদের নাম নেই। আহত সঞ্জয় সাউ বলেন, “আমাদের ছেলেরা পতাকা লাগাচ্ছিল। ওরা ছিড়ে দেয়। সকালে এসে ওদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সব দুষ্কৃতীরা মিলে আমায় মেরেছে। যারা মেরেছে তারা দুষ্কৃতী। যার মদতে করছে সে আগে সিপিএম করত এখন তৃণমূল করে।” তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও পাল্টা ৮৯ নম্বর ওয়ার্ডেক তৃণমূল কর্মীদের দিকে আঙুল তুলছে।
কলকাতা: প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের দুই দলের গোষ্ঠী কোন্দল ঘিরে চরম উত্তেজনা। মারধরের জেরে আহত এক তৃণমূল কর্মী। একদিকে যখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বার্তা দিয়েছেন অভ্যন্তরের ঝামেলা মিটিয়ে একসঙ্গে চলতে হবে। সেই সময় খাস কলকাতায় তাও আবার প্রতিষ্ঠা দিবসের দিন এই ঝামেলা চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। একদল দুষ্কৃতী রবিবার রাতে এলাকায় এসে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর,পতাকা ছিড়ে দেয়। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ, ৯৪ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতা সাবির আলির অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছেন। পতাকা ছিড়ে দেওয়ার পাশাপাশি সঞ্জয় সাউ নামের এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে।
মহম্মদ সাবির আলী এলাকা দখলের জন্য ঝামেলা-অশান্তি চালাচ্ছে বলেই অভিযোগ ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের। গোটা ঘটনায় আহত তৃণমূল কর্মীরা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। যদিও, সাবিরের নাম মুখে বললেও লিখিত অভিযোগে তাদের নাম নেই। আহত সঞ্জয় সাউ বলেন, “আমাদের ছেলেরা পতাকা লাগাচ্ছিল। ওরা ছিড়ে দেয়। সকালে এসে ওদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সব দুষ্কৃতীরা মিলে আমায় মেরেছে। যারা মেরেছে তারা দুষ্কৃতী। যার মদতে করছে সে আগে সিপিএম করত এখন তৃণমূল করে।” তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও পাল্টা ৮৯ নম্বর ওয়ার্ডেক তৃণমূল কর্মীদের দিকে আঙুল তুলছে।