Nandigram: নন্দীগ্রামে কোনও ঝুঁকি নয়, কোর কমিটি গড়ল তৃণমূল

Nandigram-TMC: হঠাৎ নন্দীগ্রামে কোর কমিটি তৈরির প্রয়োজন পড়ল কেন? তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন-পুরনো দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল ওই এলাকায়। নব্য নেতারা দায়িত্ব পেয়ে যাওয়ায় পুরনোদের ক্ষোভ বাড়ছিল! সেই কারণে নতুন-পুরনো মিলিয়েই কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।

Nandigram: নন্দীগ্রামে কোনও ঝুঁকি নয়, কোর কমিটি গড়ল তৃণমূল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 12, 2025 | 9:31 PM

কলকাতা: নন্দীগ্রাম। রাজ্য রাজনীতির সবথেকে আলোচিত বিধানসভা কেন্দ্রের নাম। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই পরাজিত হন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এই কেন্দ্রের বিধায়ক বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সেই নন্দীগ্রামকেই এবার নতুন করে সাজাল তৃণমূল। বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই তৈরি হল কোর কমিটি। নন্দীগ্রামেও এবার বীরভূম মডেল।

বুধবার নন্দীগ্রামে ব্লক স্তরে কোর কমিটি গঠন করেছে তৃণমূল। নন্দীগ্রাম ব্লক ওয়ানে সভাপতি পদ তুলে দিয়ে তৈরি করা হয়েছে কোর কমিটি। ঠিক যেমন বীরভূমে জেলা সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। বিদায়ী ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেই কমিটিতে রয়ছেন শেখ সুফিয়ান। সামসাবাদ ও সোনাচুরায় অঞ্চল কমিটির ক্ষেত্রেও একইভাবে কোর কমিটি গঠন করা হয়েছে।

হঠাৎ নন্দীগ্রামে কোর কমিটি তৈরির প্রয়োজন পড়ল কেন? তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন-পুরনো দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল ওই এলাকায়। নব্য নেতারা দায়িত্ব পেয়ে যাওয়ায় পুরনোদের ক্ষোভ বাড়ছিল! সেই কারণে নতুন-পুরনো মিলিয়েই কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।

বর্তমানে বিধায়ক শুভেন্দু। তাই নন্দীগ্রামকে আপাতত তাঁর এলাকাই বলা চলে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে লড়বেন কি না, তা স্পষ্ট নয়। তবে ওই এলাকায় কোনও ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব যেন তৃণমূলের খুঁটি নাড়াতে না পারে, সে কথা মাথায় রেখেই সম্ভবত এই সিদ্ধান্ত।