Ram pyare Ram: প্রয়াত কলকাতার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম
TMC: কলকাতার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। গত বছর বন্দর এলাকায় একটি পথদুর্ঘটনায় ছেলে রামকিঙ্কর রামকে হারান তিনি। পুত্রকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। সেই সময় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
![Ram pyare Ram: প্রয়াত কলকাতার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম Ram pyare Ram: প্রয়াত কলকাতার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/large-image-ram-pyare-ram-.jpg?w=1280)
কলকাতা: প্রয়াত হলেন কলকাতার কাউন্সিলর রাম পেয়ারে রাম। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গত সোমবার শ্বাসকষ্ট আরও বাড়ে। বুকে সংক্রমণ ধরা পড়ে। সেই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সকালে সেখানেই প্রয়াত হন এই বর্ষীয়ান রাজনীতিক। কলকাতা পুরনিগমের ইতিহাসে তিনি ছিলেন সব থেকে বেশি সময় ধরে থাকা কাউন্সিলর। চলতি সময়কাল ধরে তিনি টানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হন।
কলকাতার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। গত বছর বন্দর এলাকায় একটি পথদুর্ঘটনায় ছেলে রামকিঙ্কর রামকে হারান তিনি। পুত্রকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। সেই সময় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম পেয়ারের বাড়িতেও গিয়েছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর। এক সময় কংগ্রেসে ছিলেন রাম পেয়ারে রাম। ২০১১ সালে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত ৬ বারের বিধায়ক তিনি। প্রথমে কলকাতার কবিতীর্থ আসন থেকে ভোটে লড়েছিলেন তিনি। পরে তা হয় বন্দর বিধানসভা কেন্দ্র। এই খবরে শোকের ছায়া কলকাতা বন্দর এলাকায়। আগামিকাল তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)