
বনগাঁ: গরুপাচার মামলায় এবার গ্রেফতার বিজেপি নেতা। বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেতাকে। শুরু রাজনৈতিক তরজা। ধৃতের বিজেপি নেতার নাম পরিতোষ মহালদার। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার ৭৭ নম্বর বুথের বুথ সভাপতি। এতদিন জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করেছে।
এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “আমরা বারবার করে আগে বলতাম এই সব পাচারের সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। আর এবার প্রমাণিত হল, বিজেপির লোকেরা গরু পাচারের সঙ্গে যুক্ত। অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত।” এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, “পরিতোষ মহলদার ২০২৩-২৪ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। হয়ত বা তিনি কোনও একটি তারিখে হাজিরা দেয়নি। সেই কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কিন্তু বিজেপি কর্মীকে গ্রেফতার করে বিজেপির কণ্ঠ রোধ করা যাবে না। বিজেপি দেশের কথা বলে দশের কথা বলে।”
অপরদিকে, বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেছেন, পরিতোষ মহলদার বিজেপি সমর্থক। তিনি বুথ সভাপতি নয় ।