কলকাতা: তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে গ্রেফতার করল পুলিশ। আজ, শুক্রবার আসানসোল থেকে তাঁকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্দাল যাদবের কয়েকজন সঙ্গী ওই শুটআউটের ঘটনায় যুক্ত বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদ করে তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
শুক্রবারই ইন্দাল যাদবকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এর আগে বারবার চেষ্টা হলেও পালিয়ে যাচ্ছিল এই ইন্দাল যাদব। অবশেষে তাকে গ্রেফতার করতে সফল হল পুলিশ। ইন্দাল যাদব তৃণমূলকর্মী বলেই জানা গিয়েছে।
দিনকয়েক আগে বেলঘরিয়ার একটি চায়ের দোকানে তৃণমূল কর্মী বিকাশ সিং-কে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুরুতর আহত হন বিকাশ। বিরোধীদের দাবি, এলাকার দখলের লড়াইয়ের মাঝেই ওইভাবে গুলি চালানো হয়। ঘটনার পরই মূল অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ, কিন্তু পাকড়াও করা সম্ভব হচ্ছিল না।
গত শনিবার বেলঘরিয়ায় টেক্সম্যাকো কারখানার কাছেই INTTUC নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীরা মোটরসাইকেলে চেপে গিয়েছিলেন বলে জানা যায়। গুলিতে আহত হন ভিকি যাদবসহ ২ জন। পুলিশ তদন্তে নেমে ভিকি যাদবকে গ্রেফতার করে। জানা যায়, ভিকির মোটরসাইকেলে করে গিয়েই গুলি চালানো হয়। ভিকি জানায়, তার কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিল তার বন্ধু ইন্দাল যাদব। এবার সেই ইন্দালই পুলিশের জালে।