Kunal Ghosh: ‘ছদ্মবেশি অস্ত্র রয়েছে এই বাজেটে’, মুখ খুললেন কুণাল

Kunal Ghosh: এ দিন কুণাল বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "মুখে এক কাজে এক। ছদ্মবেশি অস্ত্র রয়েছে এই বাজেটে। ওরা যেভাবে দেখাচ্ছে আয়কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এর প্রকৃত উপকারিতা সাধারণ মানুষ পাবেন না। কারণ, এরা মুখে এক কথা বলেছেন।

Kunal Ghosh: ছদ্মবেশি অস্ত্র রয়েছে এই বাজেটে, মুখ খুললেন কুণাল
কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2025 | 11:33 PM

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, সকলেই কেন্দ্রের বাজেটের তীব্র নিন্দা করলেন। তাঁদের প্রত্যেকের একই কথা, এই বাজেট সাধারণ জনগণের বাজেট নয়। কুণালের কথায়, কেন্দ্রের এই বাজেট জনবিরোধী। গরিব মানুষ বিরোধী। দেশের অভ্যন্তরীণ পরিকাঠামো বিরোধী। দিশাহীন বাজেট। ব্য়াঙ্ক বিমা উপর আক্রমণ।

এ দিন কুণাল বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “মুখে এক কাজে এক। ছদ্মবেশি অস্ত্র রয়েছে এই বাজেটে। ওরা যেভাবে দেখাচ্ছে আয়কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এর প্রকৃত উপকারিতা সাধারণ মানুষ পাবেন না। কারণ, এরা মুখে এক কথা বলেছেন। কাজে সম্পূর্ণ বিপরীত মুখী। এই বাজেটে বাস্তবায়নের আশঙ্কা কম। আয়করে ওরা বলছে ছাড় বাড়িয়েছে। কিন্তু বাস্তবে এই বর্ধিত ছাড়ের মধ্যে ভয়ঙ্কর জাগলারি আছে। মানুষের উপকারে কাজে লাগবে না।”

একই সঙ্গে তৃণমূল নেতা বলেন, “একদিকে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের দিশা নেই। আপনি যেটা বাঁচাতে পারছেন ভাবছেন। সেটা বাঁচাতে পারছেন না। মানুষ বিরোধী বাজেট। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। হঠাৎ বলা হল অমুক রোগের কিছু ওষুধের দাম কমানো হল। এটা বড় কথা নয়। জরুরি সব ওষুধের দাম কমাতে হবে এটা বলা নেই। বেকারদের জন্য কোনও দিশা দেখানো নেই।”