কলকাতা: চারে চার। উপভোটের চারটি আসনেই জয় পেয়েছেন তৃণমূল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে। আর মানিকতলায় বড় জয়ের পর সমন্বয় কমিটির কনভেনর পদে মেয়াদ বাড়ল কুণাল ঘোষের। কনভেনর হিসাবে কাজ চালিয়ে যাবেন কুণাল।
মানিকতলায় ৬২ হাজারের বেশি ভোটে জিতিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। তবে তাঁর নাম ঘোষণার আগে সেখানে একটি সমন্বয় কমিটি তৈরি করা হয়েছিল। যার আহ্বায়ক ছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের অন্দর সূত্রে খবর, সুপ্তির এই জয়ের পিছনে কুণালের পরিশ্রম রয়েছে বলেই মনে করছে ঘাসফুল শিবির। নির্বাচনের এই সাফল্যের পরেও সেই কমিটি কিন্তু কাজ চালিয়ে যাবে। কনভেনর হিসাবে কাজ করে যাবেন কুণাল ঘোষ। বিষয়টি জানিয়েছেন দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, সুপ্তি জিতলেও মানিকতলার রাশ কোথাও গিয়ে কুণালের হাতে থাকছে।
এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, “মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে এবার আমরা দারুণ সাফল্য পেয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন। যার কনভেনার ছিলেন কুণাল ঘোষ। এখন আমরা বিপুল জয় পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নতুন বিধায়িকা কাজ শুরু করবেন মানিকতলায়। তবে পরবর্তী নির্দেশ পার্টি থেকে না আসা পর্যন্ত এই কাজ করে যাবে কমিটি।”