
কলকাতা: কসবা-কাণ্ডের পর মদন মিত্রকে তাঁর মন্তব্যের জন্য সম্প্রতি ক্ষমা চাইতে হয়েছে। তবে এবার রাজ্যের সেচমন্ত্রীর মুখে যে মন্তব্য শোনা গেল, তা কার্যত বিস্ফোরক। কসবা গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সেই আবহে রাজ্যের সেচমন্ত্রীর মুখে শোনা গেল, ‘ছোট্ট ঘটনা।’ যদিও কোন ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলছেন, তা খোলসা করেননি তিনি। মঙ্গলবার চিকিৎসকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন মানস ভুঁইয়া।
মঙ্গলবার চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া।
মঞ্চে দাঁড়িয়ে মানস বলেন, “পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। ঘটনা তো কত ঘটে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান।” তিনি আরও বলেন, “কে কী সমালোচনা করছে দেখবেন না। ধীরগতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে এগিয়ে চলুন।”
বাইরে বেরনোর পর TV9 বাংলার সাংবাদিক মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘কোনটা ছোট ঘটনা?’ উত্তরে মন্ত্রী বলেন, ‘সবটাই’। তিনি আরও বলেন, “সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মুখ্য়মন্ত্রী কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন কি না। আরজি করের ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় যা অ্যাকশন নিয়েছেন, তখন সিবিআই তার বাইরে এক ইঞ্চি এগোতে পারেনি।”
মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিরোধী দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের বক্তব্য, তৃণমূলের নেতা-নেত্রীদের মুখে আগেও এই ধরনের মন্তব্য শোনা গিয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস ভুঁইয়া বলেন, “আমার কথার বিকৃতভাবে ব্যাখ্যা হচ্ছে। দরকারে আমি আইনি পদক্ষেপ করব। আমি কসবার ক উচ্চারণ করিনি।”