জোড়া নিরাপত্তা মুকুলের বাড়িতে! রাজ্য দিল জেড ক্যাটাগরি, রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তাও

শনিবার সকালে একেবারে অন্য মেজাজে দেখা গেল মুকুল রায়কে (Mukul Roy)। কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুরনো সঙ্গীদেরও আনাগোনা বেড়েছে।

জোড়া নিরাপত্তা মুকুলের বাড়িতে! রাজ্য দিল জেড ক্যাটাগরি, রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তাও
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jun 12, 2021 | 11:09 AM

উত্তর ২৪ পরগনা: তৃণমূলে ফিরতেই নিরাপত্তা বাড়ল মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের। মুকুলকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজ্য, শুভ্রাংশু পেল ওয়াই প্লাস। শুক্রবার রাতেই মুকুলের কাঁচরাপাড়ার বাড়িতে পৌঁছে যায় রাজ্যের নিরাপত্তা রক্ষীরা। যদিও শনিবার  সকালে মুকুলের বাড়ির সামনে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তবে মুকুল রায় জানান, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি।

শনিবার সকালে একেবারে অন্য মেজাজে দেখা গেল মুকুল রায়কে। কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুরনো সঙ্গীদেরও আনাগোনা বেড়েছে। রাজ্যের নিরাপত্তা রক্ষীরা বাড়ির চারদিকে। তবে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেন্দ্রীয় জওয়ানদেরও। এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি কিছু জানি না। আমি রিলিজ করে দিয়েছি।” অন্যদিকে মুকুলের সল্টলেকের বাড়িতে কেন্দ্র ও রাজ্য নিরাপত্তার সহাবস্থান লক্ষ্য করা গেল। দুই তরফের নিরাপত্তারক্ষীই বসে রয়েছেন পাশাপাশি।

শনিবার সকালে মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে।

এদিন সকাল ৮টা ৪০ নাগাদ মুকুল রায় বাসভবন থেকে বেরিয়ে কলকাতার পথে রওনা হন। তার আগেই জানিয়ে দেন, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু তখনও তাঁর বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে এক উর্দিধারী সিআইএসএফ জওয়ান। বিজেপিতে যাওয়ার আগেও মুকুলের বাড়ির সামনে একে ৪৭ নিয়ে সবসময় রাজ্যের দুই নিরাপত্তারক্ষী পাহারা দিতেন। পরে বিজেপিতে যাওয়ায় সেই নিরাপত্তা হারালেও কেন্দ্রীয় নিরাপত্তার অভাব হয়নি মুকুলের।

শুক্রবার ফের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই রাতে রাজ্যের নিরাপত্তা ফিরে পান মুকুল। কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন তিনি। কিন্তু শনিবার তাঁর বাড়ির সামনে রাজ্য পুলিশের একটি টিমের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদেরও দেখা যায়। সূত্রের খবর, কেন্দ্রের উপরই নির্ভর করছে এই নিরাপত্তা তারা কবে তুলবে বা আদৌ তুলবে কি না।