Mamata Banerjee: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মমতাই প্রধানমন্ত্রী হোক, চাইছেন কুণাল-ফিরহাদরা

সিজার মণ্ডল | Edited By: অংশুমান গোস্বামী

Aug 14, 2023 | 5:54 AM

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে এখনও কোনও আলোচনাই হয়নি জাতীয় স্তরে। কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে উঠে এল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের আইটি সেলের কনক্লেভে এই জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের মতো নেতারা।

Mamata Banerjee: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মমতাই প্রধানমন্ত্রী হোক, চাইছেন কুণাল-ফিরহাদরা
মমতা বন্দ্যোপাধ্য়ায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট বেধেছে দেশের প্রধান বিরোধী দলগুলি। সেই ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে এখনও কোনও আলোচনাই হয়নি জাতীয় স্তরে। কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে উঠে এল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের আইটি সেলের কনক্লেভে এই জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের মতো নেতারা। অগণিত তৃণমূল সমর্থকদের মনের ইচ্ছাও যে তাই তাও বলার অপেক্ষা রাখে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যতই কোনও পদের পিছনে না দৌড়নোর কথা বলুন না কেন। তাঁর অনুগামীদের মনের ইচ্ছা স্পষ্ট হল রবিবারের অনুষ্ঠানে।

ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যয়াের মুখে শোনা গিয়েছিল, কোনও পদের পিছনে না দৌড়নোর কথা। কিন্তু তার মধ্যেও রবিবার তৃণমূল কর্মী ( FAM/ Fearless AITC Members) মূলত তৃণমূলের আইটিসেলের কনক্লেভ থেকে মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম। এ দিনের অনুষ্ঠানের মূল মঞ্চে ব্যাকগ্রাউন্ড ছিল, ‘বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা’। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যেও উঠে এল সেই কথা। তিনি বলেন, “তৃণমূলের ঘোষিত অবস্থান, বিজেপিকে দিল্লি থেকে সরাতে হবে। কোনও পদের দৌড়ে নেই তৃণমূল। কিন্তু সংসদীয় গণতন্ত্রে সব সম্ভব।”

নিজের এই বক্তব্যের সমর্থনে ইতিহাসের বেশ কিছু ঘটনার উদাহরণও টেনেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, “জ্যোতি বসুর কাছে যখন প্রধানমন্ত্রী হবার প্রস্তাব এসেছিল, তখন সিপিএমের কাছে কজন এমপি ছিল?” ইন্দ্রকুমার গুজরাল থেকে শুরু করে এইচডি দেবেগৌড়ার প্রসঙ্গ টেনে বোঝানোর চেষ্টা করেন জোট রাজনীতিতে মমতার প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব নয়। বরং সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের যোগ্যতম দাবিদার। এই লক্ষ্যে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই জেতার লক্ষ্যে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস।

কুনাল ঘোষের সুর ধরেই ফিরহাদ হাকিম এ দিন বলেন, “মমতাদি ২০ জুলাই আমাকে ডেকে বলেছিলেন। আমি যেন কোনওভাবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিদি প্রধানমন্ত্রী হবেন সেই কথা না বলি। দিদি আমাকে বলে আমার মুখ বন্ধ রাখতে পারবেন কিন্তু তৃণমূল কর্মীদের হৃদয়ে রয়েছেন তিনি। তাঁরা মমতাদিকে প্রধানমন্ত্রী দেখতে চান।” অর্থাৎ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভাল ফল করলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী পদের দাবিদার, মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী প্রজেক্ট করে যে তৃণমূল এগোবে- সেটা আজকের এই দলীয় অনুষ্ঠানে অনেকাংশেই স্পষ্ট হল। এফএএম (FAM)- তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্রচারের অন্যতম হাতিয়ার এই সংগঠন যে সামনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করেই প্রচার চালাবে সেটাও স্পষ্ট।

Next Article