Humayun Kabir: ‘মুসলিম মায়ের পেটে জন্মেছি…তৃণমূল তখন ছিল না’, শো কজেও বক্তব্যে অনড় হুমায়ুন

Humayun Kabir: শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেন হুমায়ুন। বিরোধী দলনেতাকে 'ঠুসে' দেব বলার পাশাপাশি হুমায়ুন দাবি করেন, মুর্শিদাবাদে গেলে তিনি দেখে নেবেন শুভেন্দুকে।

Humayun Kabir: মুসলিম মায়ের পেটে জন্মেছি...তৃণমূল তখন ছিল না, শো কজেও বক্তব্যে অনড় হুমায়ুন
হুমায়ুন কবীরImage Credit source: TV9 Bangla

Mar 15, 2025 | 1:07 PM

কলকাতা: বিধানসভার বাইরে করা মন্তব্য়ের জেরে শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে সব মন্তব্য করেছেন, তার জেরেই শো কজ করা হয়েছিল বিধায়ককে। আজ, শনিবার সেই নোটিসের জবাবও দিয়েছেন হুমায়ুন। তবে সেই শো কজের পরও নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক।

শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেন হুমায়ুন। বিরোধী দলনেতাকে ‘ঠুসে’ দেব বলার পাশাপাশি হুমায়ুন দাবি করেন, মুর্শিদাবাদে গেলে তিনি দেখে নেবেন শুভেন্দুকে। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বিধায়ক বলেন, “আমার জাতের ওপর আক্রমণ করা হবে আর আমি ছেড়ে দেব? সবার আগে আমার ধর্ম, তারপর দল।” এই সব মন্তব্যের পরই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে শো কজ করা হয়েছিল তাঁকে।

TV9 বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, ৩১ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ পাঠানো হয়েছে তাঁকে। মন্তব্য়ের কারণ ব্যাখ্যা করতেও বলা হয়েছে। বিধায়ক জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে চিঠির জবাব দিয়েছেন তিনি, ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর স্পষ্ট জবাব, “আমি দলের বিধায়ক হিসেবে কোনও নিয়ম ভাঙিনি।”

হুমায়ুনের ব্যাখ্যা, তিনি দলের নাম নিয়ে কোনও কথা বলেননি, ব্যক্তি হিসেবে শুভেন্দুর কথার প্রতিবাদ করেছেন তিনি। আর সেদিন যে কথা বলেছেন, তাতে কোনও আক্ষেপ নেই হুমায়ুনের। তিনি বলেন, “আমি আমার বক্তব্যে অনড় আছি, অনড় থাকব। তা নিয়ে কোনও দুঃখপ্রকাশ করব না।”

এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, আমার জন্ম হয়েছে ১৯৬৩ সালে। যখন জন্মেছি, তখন তৃণমূলের কোনও অস্তিত্ব ছিল না। আমি তৃণমূল বা কংগ্রেস হিসেবে জন্মাইনি। মুসলিম মায়ের পেটে জন্মেছি। জীবন থাকতে দ্বিচারিতা করতে পারব না। আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।”