Humayun Kabir: সাসপেন্ড হুমায়ুন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নয়, সাফ জানাল TMC

Humayun Kabir: দলের তরফে আগেও সতর্ক করা হয়েছিল হুমায়ুনকে। একবার নয়, তিনবার সতর্ক করা হয়েছে তাঁকে। তারপরও লাগামহীন কথা বলেছেন তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল দল।

Humayun Kabir: সাসপেন্ড হুমায়ুন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নয়, সাফ জানাল TMC

Dec 04, 2025 | 12:18 PM

কলকাতা: ‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা দলের মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। সাসপেন্ড করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। একদিকে যখন মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হুমায়ুন, অন্যদিকে তখনই সাসপেন্ড করার সিদ্ধান্ত জানালেন ফিরহাদ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানাল শাসক দল।

বেশ কিছুদিন ধরেই হুমায়ুনকে নিয়ে টানাপোড়েন চলছিল। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছিলেন বিধায়ক। পাশাপাশি বাবরি মসজিদ তৈরি করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, যা নিয়ে বিতর্ক চলছিলই। এদিন ফিরহাদ জানিয়েছেন, একবার নয়, তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। তারপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি।

ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে চলে তৃণমূল। বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করা কথা বলছেন কেন? সেই প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তাঁর দাবি, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া। ধর্মান্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সে কাজটা তৃণমূল বিশ্বাস করে না। অন্য নামে কেন মসজিদ নয়? কেন স্কুল বা কলেজ তৈরি করা হল না? সেই প্রশ্নও তুলেছেন ফিরহাদ। সাসপেন্ড করার কথা ঘোষণা করে ফিরহাদ হাকিম জানান, “ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।” বেলডাঙায় কেন বাবরি মসজিদ তৈরি করার কথা বলা হল, সেই প্রশ্নও তুলেছেন ফিরহাদ।

পুরো বিষয়টাতে বিজেপির অভিসন্ধি দেখছে তৃণমূল। তিনি বলেন, “প্রত্যেকবার ভোটের আগে কোনও না কোনও গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে।  এবার হুমায়ুন ভাইকে ধরেছে। বিজেপির কথাতেই এই বিভেদের রাজনীতি করা হচ্ছে। যখন দেখল এসআইআর করে কিছু হচ্ছে না, তখন বিজেপি এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে।”