কলকাতা: রবিবার বিশ্বকাপের মহারণ। ২০০৩ সালের পর ফের একবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য রোহিত, বিরাট, শামি, বুমরারা। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে মেন ইন ব্লু। এবার রোহিতদের ‘শিকার’ প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নাররা। রবিবারের মেগা ফাইনালের পর টিম ইন্ডিয়ার জার্সিতে তিন তারা দেখার অপেক্ষায় রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ম্যাচের আগের দিন তাই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে রোহিতদের বিশ্বজয়ের জন্য পুজো দিয়ে গেলেন তৃণমূলের কালারফুল বয়।
শনিবার পুজো দিয়ে বেরিয়ে মদন মিত্র জানালেন, তিনি চেয়েছিলেন অস্ট্রেলিয়ার বদলে যাতে অন্য কোনও দল ফাইনালে ওঠে। বললেন, “আমরা চেয়েছিলাম অন্যদের। কিন্তু কিছু তো করার নেই। সবই যার যার ভাগ্যের ব্যাপার। অস্ট্রেলিয়া খেলাটা মাঝখানে বড্ড ভাল খেলে দেয়।” তবে আগামিকাল খেলা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে। কাল শুধু মাঠেই নয়, গ্যালারিতেও নীল জার্সি আর তেরঙ্গা পতাকা ভরে থাকবে। বিরাট রোহিতদের পাশাপাশি গ্যালারির সেই চাপও যে অস্ট্রেলিয়াকে সামলাতে হবে, সেটাও উঠে আসে মদনের গলায়। বললেন, “কাল গোটা মাঠ, ১ লাখ ৩০ হাজার লোক শুধু ইন্ডিয়া ইন্ডিয়া বলবে। কালকের রাজা হলেন বিরাট। ঠাকুরের কাছে বলে গেলাম, এটা কিন্তু ইন্ডিয়া। এটা ওয়ার্ল্ড কাপ, কোনও লোকাল কাপ নয়। ইন্ডিয়া কাল জিতবেই। বিরাট হ্যাটট্রিক করবেন।”
রবিবারের মেগা ফাইনালের আগে ভারতীয় শিবিরে মনোবল তুঙ্গে। অন্যদিকে অজি শিবির বিশ্বকাপের শুরুটাই করেছিল হার দিয়ে। প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরেছিল। তারপর দক্ষিণ আফ্রিকার কাছেও হার। কিন্তু এরপর থেকে টানা আট ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে প্যাট কামিন্সরা।