Mukul Roy: শেষবেলায় একুশের সভাস্থলে হঠাৎ হাজির মুকুল রায়

TMC Martyrs Day: কিছুদিন আগে হঠাৎ দিল্লি গিয়েছিলেন মুকুল রায়। সেখানে গিয়েও তিনি জানিয়েছিলেন যে তিনি বিজেপিতেই আছেন।

Mukul Roy: শেষবেলায় একুশের সভাস্থলে হঠাৎ হাজির মুকুল রায়
ধর্মতলায় মুকুল রায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 21, 2023 | 7:32 PM

কলকাতা: একসময় তৃণমূলের সভামঞ্চে প্রথম সারিতেই থাকতেন মুকুল রায়। শহিদ দিবসের মঞ্চে দিতেন বক্তৃতাও। তবে সে দিন অতীত। তবে মাঝে বদলেছে অনেক হিসেব-নিকেশ। রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে। মুকুল এখন কোন ফুলে? সে নিয়েও জল্পনা কম হয়নি। এবার চমকি দিয়ে ২১ জুলাইয়ের সভাস্থলে হাজির হলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন প্রায় শেষের পথে, তখন হঠাৎই সভাস্থলের কাছে দেখা যায় মুকুলকে। সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও। অনেত নেতা-কর্মীই তাঁকে দেখে এগিয়ে যান। সৌজন্য বিনিময় করেন বর্ষীয়ান রাজনীতিক।

বিজেপির টিকিটেই বিধায়ক হন মুকুল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পর তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে মুকুল ও শুভ্রাংশুকে তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছিল। কিন্তু দলত্যাগ বিরোধী আইনে বিজেপি অভিযোগ করলে, শুনানি শেষে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছিলেন মুকুল আছেন বিজেপিতেই।

এখানেই শেষ নয়, কিছুদিন আগে হঠাৎ দিল্লি গিয়েছিলেন মুকুল রায়। সেখানে গিয়েও তিনি জানিয়েছিলেন যে তিনি বিজেপিতেই আছেন। অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু আদতে দেখা হয়নি কারও সঙ্গেই।

রাজ্য রাজনীতিতে সাম্প্রতিককালে আর খুব বেশি সক্রিয় হতে দেখা যায়না মুকুলকে। তবে একসময়ের তুখোড় রাজনীতিকের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা চলে আজও।