Mamata Banerjee: মমতার কালীঘাটের বাড়ি থেকে তিন ঘণ্টা পর বেরোলেন অভিষেক

TMC: এদিন বিকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেক সাক্ষাৎপর্বের মাঝেই সেখানে পৌঁছন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন যাবতীয় টানাপোড়েনের অবসান হতে চলেছে। কারণ এবার ময়দানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: মমতার কালীঘাটের বাড়ি থেকে তিন ঘণ্টা পর বেরোলেন অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 8:17 PM

কলকাতা: তৃণমূলের প্রবীণ-নবীন টানাপোড়েনে প্রবল অস্বস্তিতে দল। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয়েছে দলনেত্রীকে। প্রকাশ্য মঞ্চ থেকে তাঁকে বার্তা দিতে হয়েছে, “পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে।” কিন্তু পুরনো চাল ভাতে কি বাড়ল তৃণমূলে নাকি নবীনরাই শুধু আগ বাড়িয়ে চলছে, এ প্রশ্ন আরও জোরাল। এরইমধ্যে ইংরাজি বছরের প্রথম দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ঘণ্টা পর বেরোন তিনি। তাহলে কি নবীন-প্রবীণ বিতর্ক এবার সুরাহা পাবে?

এদিন বিকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেক সাক্ষাৎপর্বের মাঝেই সেখানে পৌঁছন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন, যাবতীয় টানাপোড়েনের অবসান হতে চলেছে। কারণ এবার ময়দানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতারা দলনেত্রীর বাড়িতে যাবেন, এতে নতুন কিছু নেই। কিন্তু নবীন-প্রবীণ দ্বন্দ্বে যে মুখগুলি বারবার প্রচারের আলোতে, এরকমই দু’জন এদিন দলনেত্রীর বাড়িতে এবং একই সময়ে। ফলে তা আলাদা গুরুত্বের দাবি রাখে।

প্রসঙ্গত, এদিনই দলের মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাকিরা সংগঠন করছেন। অভিষেকই মমতার ব্যাটন হাতে তুলে নেওয়ার যোগ্যতম। তাই দল নিয়ে অভিষেকের পরামর্শ দেওয়ার থাকতেই পারে। তাতে দলেরই ভাল হবে বলেও মন্তব্য করেন কুণাল। এদিন অভিষেক কালীঘাটে যাওয়ার পর সে প্রশ্ন আরও জোরাল, তবে কি বিশেষ কোনও পরামর্শ নিয়েই দলের প্রতিষ্ঠা দিবসে দলনেত্রীর বাড়িতে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড?

সূত্রের খবর, রবিবারই ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এদিন সন্ধ্যায় যাবেন বলে। জন্মদিনে মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ দিতে গিয়েছিলেন আজ। মূলত পূর্ব কর্মসূচি ছিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রের। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে দলীয় কাজ এবং কলকাতা পুরনিগমের বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন।