TMC Poster: ‘হিন্দু হিন্দু ভাই ভাই, কেন বাঙালি পূর্ণমন্ত্রী নাই?’, শ্যামবাজার থেকে সল্টলেকে পড়ল তৃণমূলের পোস্টার, দিলীপের প্রশ্ন, ‘বাঙালিকে কেউ বিশ্বাস করছে এখন?’

Soma Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 18, 2025 | 11:56 AM

TMC: পোস্টারে লেখা, 'হিন্দু হিন্দু ভাই ভাই. বাঙালি পূর্ণ মন্ত্রী নাই', আবার কোনও পোস্টারে লেখা, 'হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?' কোথাও লেখা, 'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দাম লোটা চাই?'...

TMC Poster: হিন্দু হিন্দু ভাই ভাই, কেন বাঙালি পূর্ণমন্ত্রী নাই?, শ্যামবাজার থেকে সল্টলেকে পড়ল তৃণমূলের পোস্টার, দিলীপের প্রশ্ন, বাঙালিকে কেউ বিশ্বাস করছে এখন?
শ্যামবাজারে তৃণমূলের পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শ্যামবাজার থেকে সল্টলেক-বিজেপির ‘হিন্দুত্ব এজেন্ডাকে’ নিশানা করে পোস্টার তৃণমূলের। পোস্টারে লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই. বাঙালি পূর্ণ মন্ত্রী নাই’, আবার কোনও পোস্টারে লেখা, ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’ কোথাও লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দাম লোটা চাই?’… শ্যামবাজার, হাতিবাগান, সল্টলেকে এহেন এক গুচ্ছ পোস্টার দেখা গিয়েছে। এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।

এ প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, “সাধারণ মানুষ আজকে পাল্টা যেটা মনে করছেন, হিন্দু সাধারণ ভাই বোন যাঁকে দাবি করছেন ওঁরা, সেই তাঁদেরই গ্যাস কিনতে হচ্ছে চড়া দামে। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে ফাইন নিচ্ছেন। একজনও পূর্ণ মন্ত্রী হিসাবে কোনও বাঙালি কেন্দ্রীয় সরকারে নেই। অথচ বাংলা অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্যের থেকে বেশি সংখ্যক এমপি দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন গুলো সাধারণ হিন্দুদের তরফে উঠে আসছে।”

আবার এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “বাঙালি পূর্ণমন্ত্রী নেই বলছে ওরা, ওরা যখন ছিল, কটা মন্ত্রী ছিল? নাটক করেছেন, রিজাইন দেওয়া, চলে আসা, রাতারাতি মন্ত্রী পাল্টে দেওয়া, বাঙালির যে ইমেজ খারাপ করেছেন, বাঙালির ওপর কেউ বিশ্বাস করছেন এখন? হবে পূর্ণমন্ত্রী, এটা ওদের চিন্তা করার দরকার নেই, আমরা বুঝে নেব।”