কলকাতা: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। সেদিন পিছু হটার পর, আবার যখন ইডির টিম গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল, তখন নোটিস সাঁটিয়ে দিয়ে আসা হয়েছিল। ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। সোমবার ছিল ইডির অফিসে হাজিরার দিন। কিন্তু আজও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ শেখ শাহজাহান। আর এসবের মধ্যেই এবার আগাম জামিনের আবেদন করলেন শাহজাহান। সোমবার ইডির হাজিরা এড়ানোর পর রাতে জানা যায়, বিশেষ ইডি আদালতে আগাম জামিনের জন্য দ্বারস্থ হয়েছেন তিনি। আগামিকাল (৩০ জানুয়ারি) শাহজাহানের আবেদনের শুনানি রয়েছে।
প্রথম বার যখন ইডির তদন্তকারী দল শাহজাহানের ডেরায় গিয়েছিল তল্লাশি চালাতে, তখন এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থেকেছিল গোটা বাংলা। ইডির টিমের উপর চড়াও হয়েছিল একদল উন্মত্ত জনতা। রক্ত ঝরেছিল। মাথা ফেটেছিল ইডির অফিসারদের। চার দিকে নিন্দার ঝড় উঠেছিল। সেদিনের ঘটনার ১৯ দিন পর গত বুধবার আবার ইডির টিম যায় সন্দেশখালির সড়বেড়িয়ায় শেখ শাহজাহানের ডেরায়। তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু নথি-পত্র সংগ্রহ করেন ইডির অফিসাররা। ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল তাঁকে। নোটিস সাঁটানো হয়েছিল বাড়িতে।
কিন্তু শাহজাহানের দেখা মেলেনি এখনও। সেদিনের পর থেকে শাহজাহান শেখ কোথায় আছেন, তা এখনও অজানা। লুক আউট নোটিস জারি করেছিল ইডি। পুলিশও এখনও পর্যন্ত তাঁকে খুঁজে বের করতে পারেনি। সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি মন্তব্য করেছিলেন, শাহজাহান হয়ত চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘গর্তে ঢুকে আছেন’ শাহজাহান। এসবের মধ্যেই আজই ইডির অফিসে দেখা মেলেনি সন্দেশখালির তৃণমূল নেতার। আর রাত বাড়তেই জানা যাচ্ছে, তিনি আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।