কলকাতা: নিজের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে আবেগপ্রবণ তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের শাসক দলের সম্পাদক কুণাল ঘোষ। বললেন, ‘লড়াইয়ের স্পিরিটের’ কথা। বৃহস্পতিবার টাকি বয়েজ় স্কুলে নিজের নতুন বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনরাও। সেখানে বক্তব্য রাখার সময় কুণাল বললেন, “আমার পড়ে যাওয়া কয়েকজন দেখেছেন। কিন্তু আমার উঠে দাঁড়ানোটা সারা পৃথিবীকে দেখিয়ে ছাড়ব।” কুণালের আরও সংযোজন, “এর জন্য কাজ করতে হবে। বাকি জীবনের জন্যও এই লড়াইয়ের স্পিরিটটা চাই।”
উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে জটিলতার মাঝে চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্য সরকারের সেতুবন্ধনের ভূমিকায় একাধিকবার দেখা গিয়েছে কুণাল ঘোষকে। সম্প্রতি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। গতকালও রাতে কুণালের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। আজ বক্তব্য রাখার সময়, সেই ঘটনার কথাও তুলে ধরেন তৃণমূল মুখপাত্র। বললেন, “আমি সরকারের কেউ নই। তবু আমার বাড়িতে ছুটে যায়। এই আস্থা যে কত বড় শক্তি… ঈশ্বর যেন শেষ নিঃশ্বাস অবধি আমাকে এই আস্থার জায়গায় রাখেন।”
বৃহস্পতিবার সন্ধের এই বইপ্রকাশ অনুষ্ঠানের শেষে কুণাল ঘোষ জানালেন, নতুন এই বই তাঁর চলার পথের দলিল। সাংবাদিক জীবনের বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতার কথা রয়েছে এই বইতে। বললেন, ” অনেক ঘটনা তৃপ্তি দিয়েছে। অনেক ঘটনা রক্তাক্ত, ক্ষত-বিক্ষত করেছে। এই সবের বর্ণনা রয়েছে বইয়ে।”