কলকাতা: বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধস্তাধস্তির ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানাল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের দলীয় প্যাডে লিখিত অভিযোগ জমা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। অভিযোগপত্রে অনুষ্টুপ চক্রবর্তী, আফরিন বেগম-সহ মোট ১০ জনের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে পুলিশের কাছে। অভিযোগপত্রে তৃণাঙ্কুর লিখেছেন, এদিন বিকেল ৪টে ১৫ মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের কাছে তাঁদের ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। এর জন্য় সহ-উপাচার্যের থেকে আগাম অনুমতিও নেওয়া ছিল বলে দাবি তৃণাঙ্কুরদের। অভিযোগ সেই সময়ে তাঁদের অরবিন্দ ভবনের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং লাঠিসোটা নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়।
শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি দলে যে ছাত্রীরা ছিলেন, তাঁদেরও শ্লীলতাহানি করা হয়েছে এবং অশ্লীল মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তৃণাঙ্কুর ভট্টাচার্যের। একইসঙ্গে তৃণমূলের নেতা-নেত্রীদের নামেও গালিগালাজ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণাঙ্কুরের অভিযোগ, হামলাকারীরা সুমন্ত প্রামাণিক নামে এক তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের এক সদস্যকে বেধড়ক মারধর করেছে। এরপর তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদারের উপরেও হামলা হয়েছে এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। দু’জনেই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য, তিনি যখন সংগঠনের সদস্যদের বাঁচাতে যাচ্ছিলেন, তখন তাঁকেও ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। তৃণাঙ্কুরের অভিযোগ, সেই ঘটনায় তাঁরও বুকে চোট লেগেছে এবং তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। গোটা ঘটনার কথা বিস্তারিত লিখে যাদবপুর থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিকেলের ধস্তাধস্তির ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদের দিক থেকে মূলত অভিযোগ তোলা হয়েছিল বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে। সেই ঘটনার পর বামদের পাল্টা অভিযোগ ছিল, তৃণমূলের তরফে যাঁরা এসেছিলেন, তাঁদের বেশিরভাগই বহিরাগত। যাদবপুরে এদিন তৃণমূলের দিক থেকেই প্রথমে গোলমাল পাকানোর চেষ্টা করা হয়েছিল।