Mamata Banerjee: আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা, জঙ্গলমহল থেকে কোন বার্তা দেন, নজর সেদিকেই

Jhargram: ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই জঙ্গলমহলে বাড়তে থাকে বিজেপির ভোটের গ্রাফ। ২০১৯-এ জঙ্গলমহল কার্যত হাতছাড়া হয় তৃণমূলের। তবে ২০২৪-এর লোকসভা ভোটে ঝাড়গ্রাম ফিরে পায় তৃণমূল। ভোটের মুখে বিজেপি ছেড়েছিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম।

Mamata Banerjee: আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা, জঙ্গলমহল থেকে কোন বার্তা দেন, নজর সেদিকেই
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:37 PM

কলকাতা: জঙ্গলমহলে অব্যাহত বিজেপির দাপট। এরইমধ্যে বিজেপির হাত থেকে ঝাড়গ্রাম ছিনিয়ে নিয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনে সাফল্যের পর আজ শুক্রবার প্রথমবার ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে আদিবাসী সমাজকে মুখ্যমন্ত্রী কোন বার্তা দেন, আজ সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

ঝাড়গ্রাম লোকসভায় নির্বাচনী সাফল্য পেয়েছে তৃণমূল। বিজেপির হাতে থাকা আসন ছিনিয়ে নিয়েছে শাসকশিবির। তবে জঙ্গলমহলের মধ্যে ঝাড়গ্রাম জিতলেও বাঁকুড়া কিংবা পুরুলিয়া এখনও হাতছাড়া তৃণমূলের। লোকসভা নির্বাচনে এই দুই জেলার জঙ্গলমহলে বিজেপি নিজেদের জায়গা ধরে রেখেছে। এই আবহে এদিন ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে মমতার বার্তার অপেক্ষায় জঙ্গলমহল।

২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই জঙ্গলমহলে বাড়তে থাকে বিজেপির ভোটের গ্রাফ। ২০১৯-এ জঙ্গলমহল কার্যত হাতছাড়া হয় তৃণমূলের। তবে ২০২৪-এর লোকসভা ভোটে ঝাড়গ্রাম ফিরে পায় তৃণমূল। ভোটের মুখে বিজেপি ছেড়েছিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। গোপীবল্লভপুরের ছাতিনাশোলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।

যদিও ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী করে পদ্মশ্রী প্রাপক সাঁওতালি ভাষার কবি সাহিত্যিক কালীপদ সোরেনকে। তিনি জিতেও আসেন। তবে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম পেলেও এখনও অধরা বাকি দুই জেলার জঙ্গলমহল। এ রাজ্যে জঙ্গলমহলে বিজেপি ভালই সংগঠন গড়েছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবসে কোন বার্তা দেন, নজর সেদিকেই।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)