
কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। কেমন একটা গুমোট ভাব। একদম ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে মোড়া ছিল গোটা আকাশ। এ দিকে আবার বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আজ হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বজ্রপাত ও দমকা বাতাস নিয়ে জারি হল হলুদ সতর্কতা। ররিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
বৃহস্পতিবার–উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার–দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে।
রবিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ দিকে, বৃষ্টি হলেও গরম কিন্তু বেড়েই চলছে। ৩৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আজ দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা
বর্ধমান ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস
দমদম ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস
আলিপুর ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস