ভারের চোটে উল্টে গেল লরি, চরম ভোগান্তি বিমানবন্দরগামী রাস্তায়

পরিস্থিতি স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যাবে বলেই অনুমান পুলিশের।

ভারের চোটে উল্টে গেল লরি, চরম ভোগান্তি বিমানবন্দরগামী রাস্তায়
এভাবেই উল্টে পড়ে রয়েছে লরিটি।
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 10:23 AM

উত্তর ২৪ পরগনা: ওভার লোডিংয়ের জের। কেষ্টপুরে উল্টে গেল মালবোঝাই দশ চাকার লরি। এর জেরে শনিবার সকাল থেকে বিধাননগর-বিমানবন্দরগামী রাস্তায় ধীর গতিতে চলছে গাড়ি। এদিন ভোরে কেষ্টপুরে বাগুইআটি ব্রিজের তলায় একটি ইট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পাল্টি খেয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালান চালক ও খালাসি। ঘটনাস্থলে বাগুইআটি থানা ও বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যাবে বলেই মনে করছে তারা।

তখনও চারদিক অন্ধকার। ঘড়ির কাঁটা ভোর তিনটের ঘর ছুঁয়েছে। দশ চাকার একটি মালবোঝাই লরি উল্টোডাঙা থেকে বাগুইআটির দিকে যাচ্ছিল। কেষ্টপুরে ব্রিজের নিচে আসতেই গাড়িটি হেলে পড়ে। পুলিশ সূত্রে খবর, বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও খালাসি। মুহূর্তে উল্টে যায় গাড়িটি। এরপর ভিআইপি রোডের মাঝেই উল্টে যাওয়া লরিটি ফেলে পালিয়ে যান তাঁরা।

আরও পড়ুন: ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ভোট, আপনার সাহায্যে ‘বুথ অ্যাপ’

স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই অতিরিক্ত পণ্য বোঝাই লরিগুলির যাতায়াত বাড়ে। এর জেরে যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে দাবি এলাকার লোকজনের। তাঁদের দাবি, পুলিশের চোখের সামনে নিয়মিত লরিগুলির দৌরাত্ম্য চললেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। সকাল থেকেই এই ঘটনার জেরে বিধাননগর থেকে বিমানবন্দরগামী গাড়ির গতি শ্লথ।