Kona Expressway: রবিবার থেকে যান চলাচল নিয়ন্ত্রিত হবে দ্বিতীয় হুগলি সেতুতে

Kona Expressway: জানা গিয়েছে, কলকাতা থেকে ১২ নম্বর জাতীয় সড়কমুখী পণ্যবাহী গাড়িগুলিকে টালা সেতু, বিটি রোড এবং নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে। আগামী রবিবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

Kona Expressway: রবিবার থেকে যান চলাচল নিয়ন্ত্রিত হবে দ্বিতীয় হুগলি সেতুতে
দ্বিতীয় হুগলি সেতুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 12, 2025 | 6:13 PM

কলকাতা: নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল। কোনা এক্সপ্রেসওয়ে এই পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল ছ’টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। ভারী ও পণ্যবাহী গাড়ি আপাতত চলবে না সেখান থেকে। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে।

এর আগে লালবাজারে এক যৌথ সাংবাদিক বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। ওই সাংবাদিক বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার এই নির্দেশিকা দেওয়া হয়।

জানা গিয়েছে, কলকাতা থেকে ১২ নম্বর জাতীয় সড়কমুখী পণ্যবাহী গাড়িগুলিকে টালা সেতু, বিটি রোড এবং নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে। আগামী রবিবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। তবে কিছু-কিছু গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডারের গাড়ি, জ্বালানিবাহী গাড়ি, ওষুধ, সবজি, ফল, মাছ, দুধ এবং অক্সিজেনবাহী গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রজোয্য হবে না।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত দুপুরের দিকে মাঝারি এবং হালকা পণ্যবাহী গাড়িকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে যেত। তাদের কলকাতায় যাওয়ার অনুমতি দেওয়া হত। আপাতত তা বন্ধ রাখা হচ্ছে।