বাতিল প্লাস্টিক থেকে নতুন গাছের জন্ম হয় দমদমের এই অঞ্চলে

রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ, বোতল কুড়িয়ে আনেন তিনি‌। বাতিল বোতল কেটে তা রিসাইকেল করে তৈরি করেন অজস্র টব: মা দুর্গা, জগন্নাথদেব, অজগর সাপ...

| Updated on: Dec 30, 2020 | 7:53 PM

পার্থ সারথি গঙ্গোপাধ্য়ায়। বয়স ৬৫। থাকেন দমদমের সেভেন ট্যাঙ্কস অঞ্চলে। রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ, বোতল কুড়িয়ে এনে তাতে করেন সবুজের সঞ্চার‌। পড়ে থাকা বোতল কেটে তা ‘রিসাইকেল’ করে বানিয়েছেন অজস্র টব: মা দুর্গা, জগন্নাথদেব, অজগর সাপ… বিভিন্ন আকারের সেইসব টবে রোপণ করেন একের পর এক গাছ। তাঁর পরিবেশবান্ধব কাজ ছড়িয়ে পড়েছে বাড়ির বাইরেও। সারা পাড়া দেখতে আসে এই রঙ-বেরঙের টবে গাছের সম্ভার। আপনিও ঘুরে দেখে আসতে পারেন একবার।

Follow Us: