Madhyamik Student: হরিনামের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা! শ্লীলতাহানির অভিযোগে শ্রীঘরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Madhyamik Student: ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর টানাটানিতেই নাবালিকার জামাকাপড়ও ছিঁড়ে যায়। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলেও অভিযোগ। সেখানে মুখে কিছু না বললেও কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী।

Madhyamik Student: হরিনামের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা! শ্লীলতাহানির অভিযোগে শ্রীঘরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য
প্রতীকী ছবি Image Credit source: Meta AI

| Edited By: জয়দীপ দাস

Feb 14, 2025 | 3:53 PM

ভাঙড়: মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আসরে এই ঘটনা ঘটে। অভিযোগ, এলাকারই এক তৃণমূল কর্মী ওই নাবালিকাকে ধরে টানাটানি করে। এই ব্যক্তি আবার স্থানীয় পঞ্চায়েতের সদস্যও বটে। 

ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর টানাটানিতেই নাবালিকার জামাকাপড়ও ছিঁড়ে যায়। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলেও অভিযোগ। সেখানে মুখে কিছু না বললেও কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাড়ির লোকজনকে সবটা খুলে বলে। মেয়ের মুখে সবটা শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে ঘটে আর এক ঘটনা। 

অভিযোগ, নাবালিকার বাড়ির লোকজনকে দেখে আরও ক্ষেপে যায় অভিযুক্ত। ততক্ষণে তাঁর সঙ্গে জুটে গিয়েছে তাঁর অনুগামীরাও। তাঁরাই নাবালিকার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পুলিশের কাছে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য-সহ তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন।