
কলকাতা: সাতসকালে জোড়া বিপত্তি শহর কলকাতায়। একদিকে সুড়ঙ্গের মধ্যেই থেমে গেল মেট্রো। অন্য়দিকে তপসিয়া ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রীদের নিয়ে উল্টে গেল আস্ত একটি সরকারি বাস। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভিড় জমেছে রাস্তায়। তৈরি হয়েছে যানজটও।
কিন্তু কীভাবে এই বাস উল্টে গেল? কোথায় বা বাসটি যাচ্ছিল? এই প্রসঙ্গে অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। এই বিষয়ে মুখ খোলেনি পুলিশ-প্রশাসনও। চলছে উদ্ধার কাজ। প্রত্য়ক্ষদর্শীদের মারফৎ জানা গিয়েছে, তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে উল্টে যায় বাসটি। হাওড়া থেকে বারুইপুরের দিকে রওনা দিয়েছিল এই বাসটি। তপসিয়া মোড়়ের কাছে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারায় ওই সরকারি বাসটি। পড়ে যায় দুর্ঘটনার কবলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা আবার আশঙ্কাজনক। এদিন এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, ‘বাস একেবারে ভর্তি ছিল। আমিও বাসটি ধরতে এগোচ্ছিলাম। সেই সময় আচমকাই দেখি বাসটি উল্টে গেল। শুনলাম, সামনের চাকা পাংচার হয়ে গিয়েছে। তাই এমন ঘটেছে।’
শুধু বাস নয়, সোমবার সরকারি ছুটি কাটিয়ে মঙ্গলবার সপ্তাহের প্রথম ভিড় এসে পড়তেই গোলযোগ দেখা দিয়েছে মেট্রো লাইনেও। সমস্যার সূত্রপাত সেই Blue Line। এদিন সাতসকালে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রো। যাত্রীদের মধ্য়ে তৈরি হয় আতঙ্ক। জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আচমকা এহেন পরিস্থিতি। ফলত সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা। ওই সময় মেট্রোতেই থাকা এক যাত্রী জানিয়েছেন, ‘আচমকাই অন্ধকার নেমে আসে মেট্রো রেকে। বন্ধ হয়ে যায় সব আলো। তারপরই থেমে যায় মেট্রো। তাও আবার একেবারে সুড়ঙ্গের মাঝে।‘ আপাতত বিপত্তি কাটিয়ে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেই খবর।