কলকাতা: শহরে কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার দুই মাদক পাচারকারী। রবিবার খাস কলকাতা থেকে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF)। এমজি রোডের ক্রসিং থেকে গ্রেফতার করা হয় আহমেদ আলি (৫১) ও ধনঞ্জয় দেবনাথ (৩৫) নামে দু’জনকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। এরপরই পূরবী সিনেমা হলের সামনে থেকে দু’জনকে প্রথমে আটক করা হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায় গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ১ কেজি ৯ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। ধৃতরা দু’জনই অসমের বাসিন্দা। প্রায় ৫ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের সোমবার এনডিপিএস কোর্টে তোলা হবে।
সূত্রের খবর, অসম থেকে আসা ওই দু’জন মাদক কারবারের সঙ্গে যুক্ত। শহরেই মাদক পাচারের পরিকল্পনা ছিল তাঁদের। এমজি রোডে তাঁদের গোপন আস্তানারও খোঁজ মিলেছে বলে সূত্রের দাবি। ১ কেজির উপরে মাদক নিয়ে শহরে বিক্রি করে কয়েক কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল দু’জনের। কিন্তু কলকাতা পুলিশের টাস্ক ফোর্সের কাছে খবর পৌঁছতেই অভিযান চলে। তাতেই এই সাফল্য।
ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় অবধি পৌঁছতে চান তদন্তকারীরা। কতদিন ধরে তাঁরা কলকাতায় রয়েছেন, রাজ্যেই বা কবে এসেছেন, তাঁদের সঙ্গে আর কারা যুক্ত, কোথা থেকে এই কোটি-মূল্যের মাদক তাঁরা এনেছেন, সমস্ত প্রশ্নেরই জবাব চান তদন্তকারীরা।