
আনন্দপুর: সকালে উদ্ধার যুবকের দেহ, বিকালে তরুণীর দেহ। আনন্দপুর খাল থেকে জোড়া দেহ উদ্ধারে বেড়েই যাচ্ছে রহস্য। মৃত যুবকের হাতে চাবি, খালের পাশে পড়েছিল স্কুটার। আত্মহত্যা, খুন নাকি খুন করে আত্মহত্যা? উঠছে একাধিক প্রশ্ন। জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ। স্কুটি চালানো শিখতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রণিতা বৈদ্য নামে ২৩ বছরের ওই তরুণী। ঘটনায় তোলপাড় চলছিল আনন্দপুরের চিনা মন্দির খালপাড় এলাকা।
সূত্রের খবর ছিল, এখানেই ‘বন্ধুকে’ নিয়ে স্কুটি চালানো শিখতে গিয়েছিলেন ওই তরুণী। এই এলাকাতেই শেষবার দেখা গিয়েছিল ওই যুবক-যুবতীকে। সকালেও ওই খাল থেকেই উদ্ধার হয় রোহিত আগরওয়াল (১৯) নামে ওই যুবকের দেহ। এবার তরুণীর দেহ উদ্ধার হতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ যদিও ওই যুবক-যুবতীর মধ্য়ে কোনও সমস্যা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের কোনও আঘাতের চিহ্ন নজরে আসেনি। তবে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর।
সূত্রের খবর, ওই তরুনী গত ৬ মাস আগে একটি স্কুটি কেনেন। ওই যুবকের সঙ্গে মাঝে মাঝেই ওই এলাকায় স্কুটি চালানো শিখতে যেতেন। গত বছর শেষ হয়েছেলি পড়াশোনার পাঠ। তারপর থেকে বাড়িতে থাকতেন। অন্যদিকে রোহিত অনলাইন ডেলিভারির কাজ করতেন। দু’জনেই দীর্ঘদিন ধরে পরিচিত। বন্ধুবান্ধব মহল সূত্রে খবর, বেশ কিছুদিন থেকেই তাঁদের সম্পর্কের অবনতি হচ্ছিল। ঝগড়াও হচ্ছিল। এখন সেই টানাপোড়েনের জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।